[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাবান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুতরাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

ব্রিজ ভেঙে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

৬১

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥নাইক্ষ্যংছড়ি থানা ও বিজিবি ক্যাম্প সংলগ্ন স্টিল ব্রিজটি ভেঙ্গে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে যায়। এতে নাইক্ষ্যংছড়ি গর্জনিয়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রাকটি পণ্য নিয়ে গর্জনিয়া বাজার যাচ্ছিল। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে। ট্রাকের পণ্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তবে কোন প্রাণহানি ঘটেনি।

স্থানীয় লোকজন ধারণা করছে, অতিরিক্ত পণ্য বহন করায় ব্রিজটি ট্রাকসহ পণ্যের ভারে ভেঙে নিচের খালে পড়ে যায়।এতে করে ট্রাকে থাকা পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

দীর্ঘদিন ধরে এই ব্রিজটি অবহেলায় পড়ে আছে। প্রায় সময় ব্রিজটির পাটাতন উঠে যায়। সড়ক ও সেতু মেরামত কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেয়ায় বা সংস্কার না করায় আজকেএই ব্রিজটি ভেঙে যায়।

ব্রিজটি দ্রুত মেরামত অথবা পুণনির্মাণ করা না হলে বড় ধরণের দুর্ঘটনা হতে পারে বলে আশংকা স্থানীয়দের।