[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন কর্তৃক মসজিদে আর্থিক সহায়তা প্রদানকাপ্তাই পিতার অভিযোগে বাল্যবিবাহ বন্ধ মুচলেখা সহ জরিমানা দিলেন ‘মা’আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে লুটপাট হয়েছে: দীপন তালুকদাররাজস্থলীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালনবিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সুযোগ নেই: জাবেদ রেজাজাতীয়তাবাদী দলে দালাল, ভুঁইফোড় কিংবা সুবিধাবাদী দোসরদের ঠাঁই দেয়া যাবে নাশান্তি ও উন্নয়নে রাজস্থলীকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে:ক্যাম্প কমান্ডাররাঙ্গামাটি ২৯৯ আসন তারেক জিয়াকে উপহার দেবে জেলা বিএনপি: দীপন তালুকদারকাপ্তাই হ্রদের পানিতে তিন তরুণের স্বপ্নের ১৫ লক্ষ টাকার মাশরুমরাঙ্গামাটি পৌরসভাকে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক হতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

সাবেক প্রেমিকের ফাঁদে পা, মৃত্যু হলো প্রেমিকার!

৫৯

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক ছিল,রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া নুরু আহম্মদের মেয়ে রিজিয়া বেগমের সাথে একই ইউনিয়নের রকির ছেলে কাজলের। কিন্তু কাজলের পরিবারের চরিত্র ভাল না হওয়ায় সম্পর্ক মেনে নেয়নি রিজিয়ার পরিবার। পরে রিজিয়াকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বড়খোলা গ্রামের বাসিন্দা হায়দারের সাথে বিয়ে দেয়া হয়।

এতে ক্ষিপ্ত হয়ে কাজল হোসেন রিজিয়া বেগমকে ফোনে বিভিন্ন রকমের কথা ও হুমকি দিতে থাকে। রিজিয়া নিরুপায় হয়ে সাবেক প্রেমিক কাজলের সাথে দেখা করে। এসময় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন রিজিয়ার বাবা নুরু আহম্মদ।তিনি আরো জানান, কাজল চরিত্রহীন বকাটে ও ইয়াবা সেবনকারী। তার হাতে কত মেয়ে এ পর্যন্ত লাঞ্চিত ও নির্যাতিত হয়েছে।

নির্মমহত্যা কান্ডের বিচার চেয়ে বান্দরবান সদর থানায় মামলা করেন নিহত রিজিয়ার বাবা নুরু আহম্মদ ও স্বামী হায়দার আলী। মামলা নং ৮/৮/২০২১ ধারা ৩০২/২০১/৩৪ পেনেল কোর্ট ১৮৬০ রুজু করা হয়। বকাটে মামলার আসামী কাজল হোসেন ও তার পিতা রকি পলাতক থাকায় পুলিশ তাদের খুঁছছে। এ বিষয়ে মামলার তদন্তকারী বান্দরবান সদর থানার এএস আই গোবিন্দ জানান, আসামীদের ধরার তৎপরতা রয়েছে পুলিশ।