মহালছড়ির সিঙ্গিনালায় প্রীতি ফুটবল ম্যাচ
লক্ষীছড়ি উপজেলা ফুটবল টিম ৩-০ সিঙ্গিনালা মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালাতে লক্ষীছড়ি উপজেলা ফুটবল টিম বনাম সিঙ্গিনালা মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ আগষ্ট) বিকাল ৪ টায় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। লক্ষীছড়ি উপজেলা ফুটবল টিম ১-০ গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হয়।
উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করতে এলাকার প্রচুর নারী ও পুরুষের সমাগম ঘটে। খেলার সর্বশেষ লক্ষীছড়ি উপজেলা ফুটবল টিম ৩-০ গোলে সিঙ্গিনালা মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে।
সিঙ্গিনালা মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব সভাপতি মনসা মারমা বলেন, বর্তমান সময়ে উঠতি বয়সী ছেলে- মেয়েদেরকে মোবাইল গেমস থেকে দূরে রাখতে নিয়মিত ভাবে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। স্থানীয় ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ফুটবল টিম এসে এ ম্যাচগুলোতে অংশ নিচ্ছে। এতে খেলা শুধু ছেলেরা খেলছেনা, মেয়েদের জন্যও ফুটবল ও হ্যান্ডবল খেলার ব্যবস্থা রয়েছে।