[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

স্থানীয়রা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে

খাগড়াছড়ির লক্ষীছড়িতে প্রকাশ্যে আঃ লীগ নেতার বাগানের গাছ কর্তন

১৬৫

॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার লক্ষ্মছিড়ি উপজেলার ডিপি পাড়া নামক এলাকায় বনদস্যুদের অত্যাচারে স্থানীয় অধিবাসীরা তাদের বনজ সম্পদ রক্ষা করতে পারছেনা। এসব বনদস্যুরা পেশী শক্তির জোর খাটিয়ে অসহায় মানুষের বনের গাছ জোরপূর্বক কেটে নিয়ে বিক্রি করে দিচ্ছে। প্রতিবাদ করলে উল্টো হুমকী প্রদান করা হচ্ছে। এবার এসব বন দস্যুরা স্থানীয় আওয়ামীলীগ নেতার বাগানের গাছ কেটে নিয়ে বৃহস্পতিবার। এ ঘটনার প্রতিবাদ করা হলে উল্টো বাগান মালিককে হুমকী প্রদান করা হয়েছে।

স্থানীয় সুত্রগুলো জানায়, লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া এলাকায় বৃহস্পতিবার একদল বনদস্যু প্রকাশ্যে দিবালোকে স্থানীয় কিছু নিরীহ মানুষের বন বাগান কেটে নিয়ে যাচ্ছে। ওই বন দস্যুদের একটি দল গাছ কাটার সময় দাড়ালো অস্ত্র নিয়ে সড়ক পথও পাহাড়া দেয়। অন্যরা সৃজিত বাগানের মূল্যবান গাছ কেটে নিয়ে যায়। প্রতিবাদ করলে উল্টো নানান হুমকী প্রদান করছে। বৃহস্পতবার (২৪ ডিসেম্বর) সকালে প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলীর বড় ভাই ও লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী মিয়া মাতব্বরের বেশ কিছু মূল্যবান গাছ কেটে নেয় বনদস্যুরা। এসময় গাছ কাটার নেতৃত্ব দেয় কুখ্যাত সন্ত্রাসী নামে পরিচিত রফিক বাগা, রতন মিয়া,সুরুজ মিয়া ও আশ্রাব আলী। রাতের আঁধারে তারা লক্ষ লক্ষ টাকার গাছ কর্তন করে বাইরে পাচার করে দিচ্ছে।

সুত্র আরো জানায়, আলী মিয়া মাতব্বরের বাগানের মূল্য বান অবৈধ ভাবে গাছ কেটে সড়ক পথে নেয়ার সময় লক্ষীছড়ির ফরেস্ট বিট অফিসার প্রনব এর নের্তৃত্বে এক দল বিট কর্মচারী সেখান থেকে বেশ কিছু কাটা গাছ জব্ধ করে। বনদস্যুরা বনবিভাগের লোকজন দেখে কিছু কাঠ ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আরো জানান, বনদস্যুরা রাতের আধাঁরে বেশীর ভাগ কাঠ চোরাই পথে পাচার করে দেয়। এই সংঘবদ্ধ বনদস্যুরা একের পর এক পাহাড়ি-বাঙ্গালীর সৃজিত বাগান ধবংস করে দিচ্ছে। তাদের অত্যচারে সমগ্র ময়ুর খীলের লোকজনও বাগান রক্ষার জন্য দিশেহারা হয়ে পড়েছে। এই অবস্থায় বাগান মালিকরা তাদের গাছ, ও সৃজিত বাগান রক্ষার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে।

এদিকে বন বিভাগ সুত্র জানায়, এসব বনদস্যুদের কারো কারো বিরুদ্ধে বেশ কয়েকটি করে মামলাও রয়েছে। আসামীদের ধরতে নানান কৌশল অবলম্বন করা হচ্ছে। এছাড়াও স্থানীয় থানায় অভিযোগ করা আছে। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী মিয়া মাতব্বরের জোর পূর্বক গাছ কর্তন করার ঘটনায় বন বিভাগ ব্যবস্থা নিবে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও জানানো হয়েছে।