[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিতখুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতে সিদ্ধান্তে মাটিরাঙ্গায় ক্ষোভখাগড়াছড়ির রামগ‌ড়ে ভোট ফর ধা‌নের শীষ এর ক্যাম্পেইনমাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধনছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দীঘিনালা কলেজ ছাত্রদলের বিক্ষোভমাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ল চোর

৬৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলপিসি শাখার ষ্টোর রুমে চুরি করতে গিয়ে নিরাপত্তা বাহিনী আনসারের হাতে ধরা পড়ল জিহাদ হাসান (২৪) নামে এক চোর। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এলপিসি শাখার ষ্টোর রুম থেকে তাকে হাতে নাতে আটক করা হয় বলে আনসার নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।

আনসার নিরাপত্তা বাহিনী সূত্রে আরও জানা গেছে, বুধবার রাতে টিন কেটে কাপ্তাই বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলপিসি শাখার ষ্টোর রুমে প্রবেশ করে তিনজন চোর। এসময় কর্তব্যরত নিরাপত্তা আনসার সদস্যরা টের পেলে ষ্টোর রুমে প্রবেশ করে কিছু যন্ত্রপাতিসহ একজনকে হাতে নাতে আটক করে এবং বাকী দু’জন পালিয়ে যায়। আটককৃত জিহাদ হাসান কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার কেপিএম টিলার মোঃ ফারুকের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে এলপিসি শাখার উৎপাদন কর্মকর্তা আমান উল্লা আমান বলেন,বহুদিন যাবৎ এই যুবক গুলো একের পর এক চুরির ঘটনা ঘটাছে। সম্প্রতি এই শাখায় আরও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এই কিশোর গ্যাং এর জাহিদ চোরকে আটক করার পর পূর্বের চুরির ঘটনা অকপটে স্বীকার করে । আটক চোরের বিরুদ্ধে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।