যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন দীপংকর তালুকদার এমপি
॥ নিজস্ব প্রতিবেদক ॥
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে জেএসএস (মূল) দলের সন্ত্রাসী কর্তৃক যুবলীগের নেতাসহ তিনজন আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাহাড়ের মানুষকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে আর ঠেকানো যাবে না। পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে গেছে। তাই এসকল অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হতে হবে।
আরও উল্লেখ রয়েছে, পার্বত্যাঞ্চলের মানুষকে সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযান চলানোর জন্য জোর দাবি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
ই-এন এ/ আর