[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতীর সৌনালী রঙের অজগর সাপ অবমুক্ত

১১২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতীর সৌনালী রঙের অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা ওই বিরলপ্রজাতীর অজগর সাপটিকে অবমুক্ত করে। এর দৈর্ঘ্য ১৬ফুট ওজন ২০-২৫কেজি।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, সোমবার রাতে এ সাপটি কর্ণফুলী নদী হতে কোর্গো টলির বসতঘরে খাওয়ার সন্ধানে প্রবেশ করে। এমন সময় বন বিভাগকে খবর দিলে আমরা গিয়ে সাপটি উদ্বার করি। তিনি জানান, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মো.শোয়াইব খান(ডিএফও) র, নির্দেশমতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেনসহ কাপ্তাই রেঞ্জের বন কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।