[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের থানচিতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবঅংশগ্রহণমূলক প্রশাসনই টেকসই উন্নয়নের চাবিকাঠি: দীঘিনালায় নতুন ইউএনওসাম্য হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড় কলেজ ছাত্রদলের বিক্ষোভরামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিতসাম্য হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিবাদ সমাবেশরাঙ্গামাটির বাঘাইছড়িতে জেলেদের মাঝে ৫২টি ছাগল বিতরণআমাগো পুলিশ জেঠারা কঠোর হইয়া রোলার চালাইলে এইসব পিষ্ট হইতে বেশী সমুয় যাইবে না, চিন্তায় আছি….পার্বত্য চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর দিকে নজর দিতে হবেসাবেক ফুটবলার আনাই মগিনীকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অস্থায়ী নিয়োগঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা ধরে রাখতে সকলে মিলেমিশে থাকতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

আমাগো পুলিশ জেঠারা কঠোর হইয়া রোলার চালাইলে এইসব পিষ্ট হইতে বেশী সমুয় যাইবে না, চিন্তায় আছি….

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। বৈষম্যবিরুধী আমাগো শেখের বেটি হাসিনা ক্ষেমতারে থুইয়া ভারুতে জাগিলেও হেই বৈষম্ম্যুতো পিছু ছাড়ে নাই। লুটেরার দল দেশের জেঠা-জেঠিগোর পকেট কাটিতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে, কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালা শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি আপুত্তি-বিপুত্তি। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমজেঠা-জেঠিরা বাঁচি-মরি আর ঝুলিয়া রহি আপুনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব জোঠাও বিপদ সামলাইতেই হিমশিমে গড়াইতেছে। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহুত জেঠাতো চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো জ¦লিতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর বহুতের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। জেঠা কি বৈষম্ম্যুর সমাজের জোঁ-জেঠিগোর সুখ-দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। ভোরবেলা বিছানা ছাড়িয়া দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনায় মত্ত। ভটভট ইঞ্জিন চালাইয়া জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া কুঠিরে ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার জেঠা-জেঠি বহুতে কহিলো তাইনেগোরে প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কেমনে রক্ষা পাওন যায়। জোঠার নিজের ডিগ্রীও থার্ডক্লাস এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে ঝড়িয়াও পড়িয়াছে, এই হইলো জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা হুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন। সকালে বিছানা ছাড়িতে লেট। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯ হ্যালো বাই বাই, তয় দেশে ডেঙ্গুতে উইলকাম হইতছে। আবার বৈষম্ম্যুর নামে লুটেরা ভাইরাসের দল কাহারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই লুটেরা ভাইরাসের মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং এখন হরদম কাম্িপউটার গেম। এই জেঠাও নানান কিছিমের রঙ্গরসের কুইশান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, লগে বায়নাও ধরে তয় আমি জেঠা যে কোন খানে লুকাইবো হেই চিন্তা লইয়া খুবই চিন্তায়ও আছি… যাউ¹া…

আমাগো অং জেঠা কহিলো, থানচির বলিপাড়ায় গ্রামীণ উন্নয়নের প্রকল্পের অনুমতি পাইয়াও বহুতে কাজ না করনের কারনে গ্রামের জেঠা-জেঠিরা অভিযোগ করিতেছে শেষমেষ উন্নয়ন কামের টাকা-পয়সা লুট হইয়া যাইবে না তো। উন্নয়ন প্রকল্পের কাইজ কামের নয়ছয় করিতে বহুতে উঁৎ পাতিয়া রহিয়াছে। জেঠা-জেঠিরা কহিলো কাবিখা-কাবিটা’র প্রকল্পের কাইজ কামের হিসাব জানিতে চাহিলে হইবে হইতেছে বলিয়া দিন পার করিতেছে। বলিপাড়ার বহুত এলাকার পানির লাইন, বিদ্যুৎ লাইন, রাস্তা সংস্কার, পুকুর খনন আরো বহুত প্রকল্প অনুমতি হইয়াছে তয় কাজকামের লক্ষণ দেখা যাইতেছেনা। আমাগো ইউনিয়ন পুরিষদের চেয়ারমন মেম্বর বহুতে খালি খাই খাই অবস্থায় দিন পার করিয়াছে। জনগনরে সেবা সুবিধা দিব কহিয়া নির্বাচনে পাস করিয়া শেষমেষ জনগনরেই ল্যাং মারিতে থাকে। কথা হইলো আমাগো সিভিল প্রশাসন এইসব লইয়া ভালা করিয়া টাইট না দিলে হ¹ল উন্নয়নই বলি হইয়া যাইবে, চিন্তায় আছি….

রফি জেঠা কহিলো আবুল কায়ের ট্যোবাকো কুম্পানীর লুট প্রায় দুই কুটি টাকার বহুত অংশ মাটি খুঁড়িয়া বাহির করিয়াছে পুলিশ। ডাকাইতের দল লামায় কুম্পানীর অফিসে রাইতে হামলা চালাইয়া কর্মকর্তা কর্মচারগোরের হাত-পা বান্ধিয়া ১কুটি ৭৩ লক্ষ টাকা লুট করিয়া ডাকাইতের দল পলায়ন করিয়াছিল। পরে আমাগো পুলিশের দল লুটের টাকা উদ্ধারে বল প্রয়োগ করিয়া সর্বশেষ আসামীগোর দেয়া তথ্যের পর মাটি খুঁড়িয়া আরো ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করিয়াছে, লগে আসামীও ধরিয়াছে ৫ জন। যা মনে হইতেছে লামার পাহাড় খামা-খাদায় চোর ডাকাইত আপহরণকারীর দল পাকাপোক্ত হইয়াছে। আমাগো পুলিশ জেঠারা কঠোর হইয়া রোলার চালাইলে এইসব পিষ্ট হইতে বেশী সমুয় যাইবে না, চিন্তায় আছি….

হাস জেঠা কহিলো গোপন সংবাদ পাইয়া মাটিরাঙ্গার যামিনী পাড়ার আমাগো বর্ডার গার্ড সদস্যরা তল্লাসী চালাইয়া আমেরিকা ভারত মার্কা দুই বন্দুক উদ্ধার করিয়াছে। ভারতে ৮এমএম আর আমেরকিার ৯এমএম তৈরী এইসব বন্দুক কিভাবে হেইখানে পরিত্যক্ত হইলো তার তল্লাসীও চলিতেছে। তয় বর্ডার গার্ড তাইনেগোর তল্লাসীর কোন কমতি রাখিবে নাই কহিলো। কথা হইলো আমাগো পাহাড়ের বর্ডার ফাঠা ছেঁড়া থাকনের কারনে ওপার ঔই পার হইতে বহুত আকামের জিনিস এইখানে বেকামে ব্যবহার হইতেছে। তয় আগেভাগে ছিদ্র মেরামত না করিলে যে যার মতনই চলিতে থাকিবে, চিন্তায় আছি….

কান্ত জেঠা কহিলো, থানচি উপুজিলায় বহুত কম্পিটারের দোকান হইতে চেয়ারমন সনদ, জন্ম সনদ, রোহিঙ্গা নয় মর্মে সনদ লগে আরো বহুত ফর্দের সনদও টাকা-পয়সা দিয়া জেঠা-জেঠিরা লইতেছে। ইেসব লইয়া হেইখানের উপুজিলা প্রশাসনে তোলপাড় হইতেছে। মোট অংকের টাকা লইয়া চেয়ারমন মেম্বর আর দালাল চক্র সোচ্চার হইয়া এইসব দেশবিরোধী আকাম চালাইতেছে। এই ঘটনা লইয়া ইউএনও জেঠা কড়া বার্তা দিয়াছে যদি ধরা খায় চেয়ারমন মেম্বরদেও খব আছে। কথা হইলো এই চোরের দরগুলাইনরে পুরিষদ হইতে এক নুটিশে বিদায় করনের দরকার, চিন্তায় আছি….

অং জেঠা কহিলো, রুমায় ব্যংক ডাকাতির ঘঁনায় আটক লাল তেং কিম বম কারাগারে অসুস্থ হইয়া মৃত্যু বরণ করিয়াছে। এই ঘটনা লইয়া বান্দরবান পাহাড়ের বমগোর মাঝে চরম ক্ষোভ আর হতাশা দেখা দিয়াছে। লাল তেং কিম বম এর এই মৃত্যুকে তাইনেরা মানিয়া লইতেও রাজি নহে। এই মৃত্যু ঘটনা লইয়া হেইখানের বমজনগুষ্টির জেঠা-জেঠিরা মানববন্ধনও করিয়াছে তাইনরো এইসব মানিতেও নারাজ। কথা হইলো বম এর মৃত্যু ঘঁনার সুষ্টু তদন্ত করনের দরকার, চিন্তায় আছি….

আকাশ জেঠা কহিলো, পাবুত্য চট্টগ্রামের কিছু উগ্রবাদী দল পাহাড়ে নানান কিচিমের বার্তা কহিয়া পাহাড় উত্তপ্ত করিতে আকাম চালাইয়া যাইতেছে। পাহাড়ের চুক্তি বাস্তুবায়ন না করিলে শান্তির বীজ বপন করণ মুশকিল হইয়া যাইবে। গেল বুধবার আলীকদমের যোগেন্দ্র কারবারী পাড়ায় পার্বত্য চট্টগ্রামের চলমান পুরিস্থিতি এর সভায় ইউপিডিএফ গনতন্ত্র দলের নেতারা তাই কহিলো। কথা হইলো ভাগে ভাগে বিভক্তই আগাইবে হ¹লের শান্তির আর কল্যাণের জইন্য এভাগেই চলিতে হইবে, চিন্তায় আছি….

আমাগো মাত্তাল লেদু কহিলো আর কত্ত। বৈষম্যবিরোধী আন্দোলন হইয়াছে, দেশের চেয়ার-টেবিল পাল্টাইয়াছে চরিত্র একই নিয়মের রহিয়াছে। অবৈধভাবেই বছরের পর বছরই জেঠা-জেঠিগোরে চুষিয়াই খাইলি। ক্ষেমতার অধিকারী হইয়া রাজনৈতিক লেজুরভিত্তি চালাইয়া শহর নগরের অসহায় জেঠা-জেঠিরে ভালবাসার পল্টি মারিয়া লাগাতারই ছেঁচড়াইতেছে। ধর্ষণ, খুন, ডাকাতি, রাহাজানি চুইংগামের মতন লম্বা হইতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পাহাড় সমতলে কতো রকুম-বেরকুমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
১৮ মে ২০২৫ খ্রিঃ রবিবার