[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণখাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটকপ্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

প্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

॥ হ্ণাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পুর্ণিমা উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ২য় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) নাছালং হেডম্যান পাড়া সংলগ্লমাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট অনুষ্ঠানের আয়োজক ফুটবল এসোসিয়েশনের কমিটির সভাপতি ও কারবারি আঞোমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমা, উপজেলা জাসাস সভাপতি চিংনুমং মারমা, ইউপি সদস্যা মাশৈনু মারমা, ইউপি সদস্য মংহ্লাগ্য মারমা, উমংসিং মারমা, অংক্যথোয়াই মারমা, মংসিংউ মারমা। এসময় অনুষ্ঠানের স্থানীয় এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপস্থিত ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন, তারুণ্যের সমাজ এগিয়ে যেতে হলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তরুণ সমাজ যখন কাজের প্রতিফলন দেখবে তখন সমাজও পরিবর্তন ঘটবে। খেলাধুলা হতে শুরু করে সব কিছুইতে। তিনি আরো বলেন, আমাদের ইউনিয়নে ফুটবল মাঠ না থাকায় ইচ্ছে থাকলেও ফুটবল খেলতে সুযোগ হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হল একটি ফুটবল মাঠ জরুরি ভাবে দরকার। ক্রীড়া যুবকদের মাঝেও ঐক্য বৃদ্ধি করবে।

অনুষ্ঠানের সভাপতি আঞোমং মারমা বলেন, আজকাল গ্রাম এলাকায়ও জনপ্রিয় ফুটবল খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। যুব সমাজ মোবাইল নিয়ে ব্যস্ততম সময় কাটায়। প্রবারণা অনুষ্ঠানকে সামনে রেখে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। যাতে যুব সমাজ অন্তত কিছুটা হলেও খেলার দিকে মনোযোগ দেয়।

প্রথম দিনের হেডম্যান পাড়া একাদশ বনাম বেতছরা বাজার একাদশ ফুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বেতছরা একাদশ দলকে ৫-১ গোলে হারিয়ে হেডম্যান একাদশ ফুটবল দল জয় লাভ করেছে। টুর্নামেন্টের ৩২টি দল অংশগ্রহণ করছে।