[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে রংধনু ও আরিশা নামক দুই কসমেটিকস মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার (১১আগষ্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ সূত্রে জানা যায়, মেয়াদহীন, মিসব্রান্ডেড ও অননুমোদিত প্রসাধনি পণ্য বিক্রয়ের মাধ্যমে মানবস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীন দুইটি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, উপজেলায় জনস্বার্থেও বিরুদ্ধে কেউ কোন কাজে সম্পৃক্ত হলেই যে কোন ধরনের অভিযান চলমান থাকবে।