[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ২৫ শিক্ষার্থীর সাফল্য

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাতালিকায় স্থান পেয়েছে। এসব শিক্ষার্থীদের মধ্যে ৪ জন সরকারি মেডিকেল কলেজে, ৩ জন চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ১ জন ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৪ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১ জন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ১ জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন- প্রমংউ মার্মা (জামালপুর মেডিকেল কলেজ), মীন বিকাশ ত্রিপুরা, উত্তম ত্রিপুরা ও সুষময় তঞ্চংগ্যা (রাঙ্গামাটি মেডিকেল কলেজ)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে তৌওসিফ বিন নাসের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ জন হলো জেবেদায় বম, রুবাইয়া সুলতানা, ক্যাজসিং মার্মা, অমরকান্তি চাকমা, অমরজ্যোতি চাকমা, মতন ত্রিপুরা ও আরিফ হোসেন। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কুষাই ম্রো, উথোয়াইঞ চাক ও মাংরুম স্লো (চুয়েট) এ স্থান পেয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আবুল হোসেন সূর্য্য, দেনওয়াই স্লো, বাদশা ফয়সাল ও মেনক শ্রো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মংএচিং মার্মা, অরবিল চাকমা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দীপন ম্রো, মাংপং স্লো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দেববর চাকমা। এছাড়া আরও ৩ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে। থংইং খুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোঃ সাহাব উদ্দিন ও ভূবন চাকমা গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে।

মেডিকেল কলেজে স্থান পাওয়া প্রমংউ মার্মা নিজের অনুভূতি জানিয়ে বলেন, কোয়ান্টামে ভর্তি হওয়ার পর থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি। কোয়ান্টামের কারণেই সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ অতিক্রম করতে পারছি। এবারের ২৫ জনসহ এই স্কুল থেকে এ পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।

এখান থেকে তারা স্বপ্ন দেখছে ‘ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ বিনির্মাণের। পাহাড়ের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর আলোকবর্তিকা হিসেবে কাজ করছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।