[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবেমিমিক্রিতে জাদুকরী জেরিন, কার্টুন চরিত্রে ত্রিশের বেশি রূপ২৭০তম জন্ম জয়ন্তিতে মহাত্মা হ্যানিম্যানের উপলক্ষে বিশেষ কবিতা
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত এ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (১৯মার্চ) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সুত্র জানায়, সিআর মামলার আসামী মোঃ সেলিম বিচারিক আদালতের আদেশ অমান্য করে দীর্ঘ মাস ধরে পলাতক ছিল। অবশেষে পুলিশের গোয়েন্দা তৎপরতায় বুধবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মোঃ সেলিম চৌধুরীপাড়া এলাকার আবদুল করিমের ছেলে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, সিআর মামলায় আদালতের পরোয়ানা মূলে এক বছরের সাজা প্রাপ্ত ছিল আসামী। পরে বিধি মোতাবেক তাকে আদালতে সোপর্দ করা হবে বলে ওসি জানান।