[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

হাতি খাবার না পেয়ে লোকালয়ে এসে হানা দিচ্ছে

৩৩

॥ কাপ্তাই প্রতনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রঞ্জেরে উদ্যোগে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা হয়েছে। শনিবার (২৯জুন২৪) সকাল ১১টায় কারিগর পাড়া ৫ নং ওয়ার্ডেও ইআরটি (এ্যানিম্যাল রেসপন্স টিম) কমিটির সাথে রেঞ্জ র্কাযালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠতি হয়। ২নং রাইখালী ইউনিয়ন আ’লীগ শাখার সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার এতে সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ এর বিভাগীয় বন র্কমর্কতা মোঃ নুরুল ইসলাম (ডিএফও)। প্রধান অতিথি বলনে, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে আমাদেরকে আন্তরিক হতে হবে। কোনভাবে হাতির আবাসস্থল যাতে ধ্বংস না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। হাতি খাবার না পেয়ে লোকালয়ে এসে হানা দিচ্ছে, তাই আমাদেরকে হাতির খাবার এর জন্যও চিন্তা করতে হবে। এবং হাতিকে কোন রকম উত্ত্যক্ত করা যাবেনা।

বশিষে অতথিরি বক্তব্য রাখনে কাপ্তাই পাল্পউড বাগান বভিাগরে রাইখালী রঞ্জে র্কমর্কতা জাহদিুল ইসলামসহ ইআরটি কমিটির সদস্যরা।