রাজস্থলীতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮২ জন পরীক্ষার্থী
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
দেশের অন্যান্য স্থানের মতো রবিবার (৩০জুন) সকাল ১০টা থেকে রাঙ্গামাটির রাজস্থলীতে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে উপজেলার একটি মাত্র কেন্দ্র রাজস্থলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা ও বিএম শাখা বিভাগে মোট ৪শ’ ৮২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপানন্দ দাশ। সাধারণ ব্যতিত বিএমের ২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
তিনি আরোও জানান, রাজস্থলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৪শ’ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া সরকারি কলেজ হতে ১শ’ ৭৪ জন এবং চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ডিগ্রী কলেজ হতে ১শ’ ৪০ জন ও রাজস্থলী সরকারি কলেজ হতে ১শ ৪৮ জন ও বিএম ২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
এদিকে, প্রথমদিন কেন্দ্র পরিদর্শন করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, রাজস্থলী উপজেলার একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে। পরীক্ষা চলাকালিন কোন বিশৃঙ্খলা নজরে পড়েনি। পরীক্ষায় ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিশ্চিত করেছেন। কেন্দ্রের ২শ’ গজের মধ্যে আইন-শৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।