[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় সুগত লংকার থেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে ৩দিনব্যাপি অনুষ্ঠান পালন

৬৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
অসিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধে মহান বানী ধারন করে জগতের সকল প্রাণী সুখি হউক মর্মবানী ছড়িয়ে খাগড়াছড়ি দীঘিনালায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদে‘র কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সাধরন সম্পাদক বাবুছড়া বৌদ্ধনীতি বিহারের অধ্যক্ষ সুগত লংকার থেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে ৩ দিন ব্যাপি অনুষ্ঠান মধ্যদিয়ে পালন করা হয়েছে।

ঊাবুছাড়া বৌদ্ধনীতি বিহারের অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির আয়োজনে গত শুক্রবার ৩০মে থেকে ১জুন পর্যন্ত সুগত লংকার থেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে ৩ দিন ব্যাপি অনুষ্ঠানের উদাল বাগান সংঘরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত: শ্রদ্ধা লংকার মহাথেরো সভাপতিত্বে স্মৃতি স্মারণ সভা ও ধর্মীয় আলোচনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপ সচিব বাবু প্রকৃতি রঞ্জন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. দীঘিনালা উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি শ্রদ্ধা লংকার মহাথেরো, রাঙ্গামাটি বিলাইছড়ি দিগলছড়ি বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্তঃ বিপুল জ্যোতি মহাথেরো, দীঘিনালা বন বিহারের অধ্যক্ষ ভদন্তঃ শুভ বর্ধন মহাথেরো, রাঙ্গামাটি রাজস্থলী মৈত্রী বিহার অধ্যক্ষ ভদন্তঃ ধর্মানন্দ মহাথেরো, দীঘিনালা উপজেলা পরিষদ নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, ধর্মচারীয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনা বংশ ভিক্ষু, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা প্রমূখ। এছাড়া হাজারও ভক্ত অনুরাগী দায়ক দায়িকা সুগত লংকার থেরো অন্ত্যেষ্টিক্রিয়া উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্য সাবেক উপ-সচিব বাবু প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, সুগত লংকার থেরো’র একজন মানবিক, শিক্ষানুরাগী, অবাল্যব্রহ্মা চারী নানা গুনাবলীর মানুষ ছিলেন। সুগত লংকার থেরো’র মাত্র ৩৭বছর বয়সে পরলোক গমন করে। এই অল্প বয়সে তিনি অনেক কিছু করে গেছে যা আমাদের ধর্মের বৌদ্ধ জাতীর জন্য অবিস্মরনীয় হয়ে থাকবে।

উল্লেখ্য যে, সুগত লংকার থেরো’র গত ৯এপ্রিল ২০২৪খ্রিব্দে ক্লোন ক্যান্সারের আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। শনিবার বিকাল ৩টায় সুগত লংকার থেরো’কে ফুলেল শ্রদ্ধা ও হাজারো পূর্ণ্যর্থীর অশ্রুসিক্ত মধ্যদিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।