[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমাকাপ্তাই এ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম তরাম্বিত করার লক্ষ্যে কাপ্তাই এ সভালংগদু তিনটিলা বন বিহারে জোন কমান্ডার মোর্শেদ এর অংশগ্রহনখাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ঘটনায় যুবক আটকহালদা নদীর মানিকছড়ি অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দকাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবাখাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজ ইউপিডিএফ সদস্যকে আটক করলো জনতাখাগড়াছড়ির রামগড়ে ১৪ হাজার ঘন ফুট বালু জব্দরাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে পশুর হাটে জাল নোট শনাক্তে খোলা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম

১২১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই থানার আয়োজনে কাপ্তাই নতুনবাজার কুরবানী পশুর হাটে জাল নোট শনাক্ত করার জন্য পুলিশ কন্টোল রুম স্থাপন করা হয়েছে। গত এক সাপ্তাহ আগে এ ব্যবস্থা নেওয়া হলেও রবিবার বিকালে আবারো জনস্বার্থে মাইকিং করা হয়েছে। নতুনবাজার পশুর হাটে প্রথম দিন থেকে জাল নোট শনাক্ত করার জন্য নিয়মিত ক›েন্ট্রাল রুম বসিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং গরু ক্রয় করার পর টাকা লেনদেন করার পর তার মেশিনে জালকিনা শনাক্ত করছে। এবং মাইকিং করে সকলকে সচেতন করা হচ্ছে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান আমরা নিয়মিত মাইকিং করে সকলকে সচেতন করছি। এবং কুরবানীর পশু ক্রয় করার আগে বা পরে (লেনদেন) করার সময় আমাদের ক›েন্ট্রাল রুমে এসে টাকা জালকিনা তা শনাক্ত করার জন্য সকলকে সচেতন করছি। তবে এ পযন্ত কোন টাকা জাল হয়েছে তা পাওয়া যায়নি বলে জানান। এবং পশুর হাটে নিয়মিত প্রাণী স্বাস্থ্য সেবা ভেটেরিনারি মেডিকেল টিম পাশাপাশি সেবা দিয়ে যাচ্ছে।