[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমাকাপ্তাই এ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম তরাম্বিত করার লক্ষ্যে কাপ্তাই এ সভালংগদু তিনটিলা বন বিহারে জোন কমান্ডার মোর্শেদ এর অংশগ্রহনখাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ঘটনায় যুবক আটকহালদা নদীর মানিকছড়ি অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দকাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবাখাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজ ইউপিডিএফ সদস্যকে আটক করলো জনতাখাগড়াছড়ির রামগড়ে ১৪ হাজার ঘন ফুট বালু জব্দরাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক চিকিৎসা সেবা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

১১৯

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক দূর্গম এলাকায় চিকিৎসা সেবা বঞ্চিত গরীব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

গত রোববার (২৫জুন) সকালে উপজেলার আইমাছড়া ইউনিয়নে ভোয়াঠেগ বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ভোয়াঠেগ পাড়ায় এ মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়। ওইসময় ৪৫ বিজিবি জোনের মেডিক্যাল অফিসার মেজর মোঃ জিন্নাতুন নবী ১৫জন গরীব ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এবং ঔষধ বিতরণ করেন।

বরকল ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর(পিএসসি বলেন,বরকল জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আপামর জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর ভাবধারাকে সমুন্নত রাখতে বরকল ব্যাটালিয়ন(৪৫বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সর্বদা অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।