[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে সৃজনশীল কার্যক্রম প্রদর্শনী ও মতবিনিময় সভা

১২৩

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি সংস্থার সহযোগিতায় বান্দরবানের রোয়াংছড়িতে বেসরকারি সংস্থা গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) আয়োজনে “আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ” প্রকল্পের ৩০টি কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে সৃজনশীলতা কার্যক্রম প্রদশর্নী ও প্রতিশ্রুতি গ্রহন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে রোয়াংছড়ি উপজেলা পরিষদ সভা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা মনিটরিং অফিসার উমংসিং মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন, প্রকল্প সম্বনয়কারী উমাচিং মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাহ্লামং মারমা, ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য অংশৈচিং মারমা, এ্যাডভোকেসি কর্মকর্তা থুইসাহ্লা মারমা। অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলায় ৩০টি কিশোরী সহিংসতামুক্ত ও মর্যায়পূর্ণ সৃজনশীল কার্যক্রম প্রদশর্নী ও প্রতিশ্রুতি গ্রহণ নিয়ে তাইম্রংছড়া পাড়া কিশোরী ক্লাবের দল জেন্ডার বৈষম্যতা বিষয়ে নাটিকা পরিবেশন করেন। এসময় বিভিন্ন পাড়া কারবারি (পাড়ার প্রধান), স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজে ব্যক্তিবর্গ ও প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মিলোরি বম, মেগিএ মারমা, লিলিপ্রু মারমা, উপস্থিত ছিলেন।