[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিতমানিকছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানথানচিতে বিজিবি’র যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক দুইদীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনবিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ের উন্নয়নে জোয়ার চলে আসবে: মংশৈলংগদুতে ছাত্র শিবির এর উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানফেসবুকে মানহানিকর পোস্টে বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরিকাপ্তাইস্থ চিৎমরম ইউনিয়নে মানুষের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলায় সিগারেট সহ ভারতীয় পণ্য জব্দহালদার উজানে অভিযান চালিয়ে ৪শ মিটার চরঘেরা জাল জব্দ
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই বনবিভাগ ১২৭ প্রতিষ্ঠানকে বিনামূল্যে ৬৭ হাজার গাছের চারা বিতরণ

৪২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

এসআইডি ও সিএইচটি প্রকল্পের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ ১২৭ প্রতিষ্ঠানকে বিনামূল্য ৬৭হাজার গাছের চারা বিতরণ করা করেছে। রবিবার (২২আগস্ট) সকালে কাপ্তাই ওয়াগ্গা বন বিভাগের নার্সারীতে কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের আওতায় কাপ্তাই উপজেলা প্রশাসনের সহায়তায় ৪৩২ ব্যক্তিকে বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানে চারা বিতরণ করে। পরে শোকের মাসকে স্নরণ করে ৩টি গাছের চারা রোপন করে।

এসময় বনবিভাগের সহকারি বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন, স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন ও বিটকর্মকর্তাগন উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান আগত বিভিন্ন প্রতিষ্ঠানকে চালতা,তেতুল, পলাশ,জারুল,জাম,জলপাই, বকুল,আর্জুন,হরতকি,আমলকী, বহেরা ও মহেগনি ইত্যাদি প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।