[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় জনশুমারি ও গৃহগণনার ট্যাব জমাদান শেষ

৩৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় জনশুমারি ও গৃহগণনা কাজের ট্যাব জমাদান শেষ হয়েছে। রবিবার(২৬জুন) দীঘিনালা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে গণনাকারীগণ সুপারভাইজার মাধ্যমে জনশুমারি ও গৃহগণনা ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের কাজ শেষ করে ট্যাব জমা দিয়েছে। পরিসংখ্যান অফিসের বেধে দেয়া সময়ে ২৪-২৬জুন এর মধ্যমে জমাদান শেষ করা হয়েছে।

সুপারভাইজার‘র মাধ্যমে উপজেলার ৫টি জোনের জোনাল অফিসারগন ও গণনাকারীদের কাছ থেকে মার্কসিন টেপএর মাধ্যমে নাম ঠিকানা লিপিবন্ধ করে ট্যাবগুলো জমা নেন। উপজেলা পরিসংখ্যন কর্মকর্তা ধর্মজ্যোাতি চাকমা, উপজেলা জুনিয়র পরিসংখ্যন সকহারী মোঃ দিদার ও উপজেলা পরিসংখ্যন ডাটা এন্টি অপরেটর বাবুল চাকমা সকল গণনাকারীর ট্যাব বুঝে নেন।

উপজেলা পরিসংখ্যন কর্মকর্তা ধর্মজ্যোতি চাকমা বলেন, সুপারভাইজার ও গননাকারীদের সম্মানী ভাতা চলিত সপ্তাহের মধ্যেই প্রদান করা হবে।