[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে আগর বাগান মালিক সমিতির বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন

১১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই আগর বাগান মালিক সমিতির বার্ষিক সভা ও নতুন কমিটি করা হয়েছে। বুধবার (১৮মে)দিন ব্যাপী কাপ্তাইয়ে আগর মালিকদের এক সভা আগর বাগানে অনুষ্টিত হয়। সভায় ১২০জন আগর মালিক তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করে। তারা জানান বন বিভাগ ২০০৭-২০০৮সনে ১৫ বছরের জন্য সামাজিক বনায়নের জন্য চুক্তি করে। কিন্ত ১৫ বছর সম্পন্ন হলেও বন বিভাগ আগর মালিকদের সাথে কোন মতামত না করে ঐ বাগানে নতুন করে অন্য প্রকল্প করতে চালছে।

আগর বাগান মালিক চাষি আবুল কালাম,তরিক,প্রশান্ত ধর,জাহাঙ্গীর আলম ও লিটন এরা অভিযোগ করে বলেন,এ বাগান প্রথম হতে শেষ পযন্ত আমরা লক্ষ, লক্ষ টাকা ব্যয় করেছি। কিন্ত পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ আমাদের সাথে কোন কথা না বলে আগর বাগানে নতুন প্রকল্প করা সময়োচিত নয়। সভায় সভাপতিত্ব করেন আগর বাগান মালিক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল। সঞ্চলনায় করেন আগর বাগান মালিক সমিতির সাধারন সম্পাদক লোকমান আহমেদ। বক্তব্য রাখেন আগর বাগান মালিক সদস্য মোঃ নজরুল ইসলাম, সেকান্দর হোসেন, আহমেদ শরীফ,দস্তগীর,স্বপন কুমার দে,মনিরসহ প্রমুখ। পরে সকলের মতামতের ভিত্তিতে আগামি তিন বছরের জন্য সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,সম্পদক লোকমান আহমেদ, সাংগঠনিক তরিক উল্লাহ্ ও অর্থ সম্পাদক প্রদীপ কান্তিদে কে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।