[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

আরো ব্যাপক উন্নয়নে জনপ্রতিনিধিই প্রয়োজন

তবে নিখিলেই পুর্ণ হোক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান এর শুন্য পদ

৮৬

॥ মিলটন বড়ুয়া ॥
দীর্ঘ বছর পর অবশেষে মাদার ডিস্ট্রিক্ট খ্যাত রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমার হাতেই উন্নয়ন বোর্ড পরিচালনার দায়িত্ব পড়ছে। এনিয়ে জেলার ক’টি অনলাইন পোর্টাল এ সংবাদও প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক এবং প্রশাসনকিসহ সামাজিক নেতৃবৃন্দের অনেকেই বলছেন আর যাই থাকুক তবে নিখিলেই পুর্ণ হোক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান এর শুন্য পদ।

এদিকে বেশ কিছু দিন থেকেই জেলা শহরের গুঞ্জন চলছে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে এবার উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক দলীয় এবং ব্যক্তি পর্যায়ের অনেকেই তাদের ফেসবুক পেজে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও রাঙ্গামাটি জেলার ক’টি অনলাইন পোর্টালও ইতিমধ্যে সংবাদও প্রকাশ করেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সার সংক্ষেপে নিখিল কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান পদে নিয়োগ দিতে অনুমোদন চাইলে প্রধানমন্ত্রীও তাঁর পক্ষে সম্মতি প্রদান করেছেন বলে এসব পোর্টালে উল্লেখ করা হয়েছে।

অপর দিকে রাজনৈতিক বিভিন্ন দলের একাধিক নেতাকর্মীর আশাই ছিল উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান পদে এবার অন্তত রাঙ্গামাটি জেলা থেকেই দেয়া হোক। তবে সংশয় ছিল কাকেইবা এই পদে বা দায়িত্বে বসানো হচ্ছে। সর্বশেষ যখন নিখিল কুমার চাকমারই নাম প্রকাশ হলো তাতে অনেকেই খুশি হলেন। এ দায়িত্ব দেয়া নিয়ে রাজনৈতিক দলের বিভিন্ন নেতাই বলছেন ভালোই হয়েছে। নিখিল কুমার চাকমা ‘ইজ বেটার দ্যান আদারস’ তাই এখন শুধুই সরকারি ঘোষনারই পালা।

অন্যদিকে এবারে তিন পার্বত্য জেলা পরিষদ এ চেয়ারম্যান পদে তিন জনই মারমা জনগোষ্টির হওয়ায় অনেকেই প্রকাশ্যে বিরোধীতা না দেখালেও মনক্ষুন্ন ছিল, কেননা তিন জেলার মধ্যে ক্ষুদ্র-নৃজাতিগোষ্ঠীর মধ্যে চাকমাকে সংখ্যাগুরু বলা হয় এবং মাদারডিস্ট্রিক্ট হিসেবে রাঙ্গামাটি জেলা পরিষদ এর চেয়ারম্যান পদে রাঙ্গামাটি থেকেই অন্তত চাকমা জাতিগোষ্ঠী একজনকে চেয়াম্যান দেয়া হবে। কিন্তু সরকারি ঘোষণার পর বিষয়টি নিয়ে অনেকেই মনক্ষুন্ন ছিলেন। এ নিয়ে সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমেও লেখা হয়েছিল। তবে দলীয় নেতৃত্বের কোন্দল এবং একে অপরকে মানা না মানা নিয়েও ভেতরে ভেতরে একটি বিরোধ ছিল বলে দলীয় সুত্রগুলোতে শোনা গিয়েছিল। এদিকে উন্নয়ন বোর্ড গঠনের পর এবারই রাঙ্গামাটি জেলা থেকে একজন চেয়ারম্যান মনোনীত করা হলো। তাই নিখিল কুমার চাকমাই হচ্ছেন প্রথম। এর আগে দুই দফায় দায়িত্ব পালন করেছিলেন নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। গত ১৮ মার্চ ২০২১ইং তারিখ তাঁর মেয়াদ শেষ হলে দীর্ঘ তিন মাস বোর্ড এর চেয়ারম্যান পদটি শুন্য থাকে। এ নিয়ে অনেকই দলীয় তদবীর করেছেন বলেও শোনা গেছে তবে ইতিমধ্যেই রাজনৈতিক এবং প্রশাসনকিসহ সামাজিক নেতৃবৃন্দের অনেকেই বলছেন আর যাই থাকুক তবে নিখিলেই পুর্ণ হোক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান এর শুন্য পদ।

অবশেষে, এবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান পদে মাদার ডিস্ট্রিক্ট এর আওয়মীলীগের নেতৃত্ব থেকে নিখিল কুমার চাকমার পক্ষে সম্মতি প্রকাশ করায় সরকারের নির্বাহী প্রধান তথা প্রধানমন্ত্রী শেখ হসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলীয় নেতৃবৃন্দসহ সামাজিক-সাংস্কৃতিক নেতৃত্ব। এখন শুধু সরকারি ঘোষণার পালা।