[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

কিডনী প্রতিস্থাপনের জন্য কাপ্তাইয়ের শাহ আলম কে বাঁচাতে এগিয়ে আসুন

৬৯

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

মানুুষ, মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু…..। রাঙ্গামাটির কাপ্তাই শিলছড়ি এলাকার ক্ষুদ্র মাছ ব্যবসায়ী মোঃ শাহ আলম (৫৯)একটি কিডনী বিকল হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। সমাজের সর্বস্তরের লোকজনের নিকট একটি কিডনী প্রতিস্থাপন করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। যে ব্যক্তি অন্য আট,দশজনের মত নিজে কায়িক পরিশ্রম করে নদী হতে মাছ শিকার করে বাজারে বিক্রয় করে স্ত্রী, ২ছেলে ১মেয়ে নিয়ে সংসার চালিয়ে সুখে জীবন যাপন করত। কপালের নির্মম পরিহাস নিজের অজান্তে দীর্ঘ ৬মাস পূর্বে একটি কিডনী বিকল হয়ে যায়। মোঃ শাহ আলম জানান, ইতি মধ্যে তার চিকিৎসা করে সহায় সম্বল হারিয়ে সর্ব শান্ত হয়ে পড়েছে। সপ্তাহে ৩ বার ডাইলোসিস করতে ৭/১০হাজার টাকার মত খরছ হয়। এত টাকা তার পক্ষে যোগান দেওয়া সম্ভব নয় বলে তিনি জানান। বর্তমানে চট্রগ্রাম মেডিকেল হাসপাতাল প্রফেসর ডাঃ এম,এ কাসেম কিডনী ও মেডিসিন বিশেষজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। শাহ আলমের বাসায় গিয়ে দেখাযায়, তিনি বিছানায় শুয়ে কাতরাচ্ছে,শরীর ব্যাথা, চোখে ঝাপসা দেখাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে। দিন,দিন দূর্বল হয়ে পড়ছে। তিনি বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ ওয়াগ্গা ৫নং ইউনিয়নের একটি পদে দায়িত্বরত আছে। দলের দুঃসময় সহ বিভিন্ন কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করেছেন বলে জানান। ইতি মধ্যে দল থেকে কিছু,কিছু সাহযোগিতা পেলেও তা অপ্রতুল্য। নতুন ভাবে শরীরে একটি কিডনী প্রতিস্থাপন করতে ১৫/২০লাখ টাকা প্রয়োজন। এত টাকা তার পক্ষ যোগান দেয়া সম্ভব নয়। তার প্রতিবেশী খোকন চন্দ্র নাথ,মোঃ জুয়েল ও এনামুল হক বাচ্ছু তারা জানান,মোঃ শাহ আলমকে বাঁচাতে সমাজের সর্বস্তরের লোকদের সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সাহায্য পাঠাবার ঠিকানা মোঃ শাহ আলম, ৫নং ওয়ার্ড, ওয়াগ্গা ইউনিয়ন,কাপ্তাই। বিকাশ বা যোগাযোগ-০১৮২০-৩২৩০০৩./ বড়ইছড়ি সোনালী ব্যাংক শাখা কাপ্তাই। হিসাব ন- ৩৪০৫৮৬৫৯.