[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বিজিবি’র যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক দুইদীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনবিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ের উন্নয়নে জোয়ার চলে আসবে: মংশৈলংগদুতে ছাত্র শিবির এর উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানফেসবুকে মানহানিকর পোস্টে বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরিকাপ্তাইস্থ চিৎমরম ইউনিয়নে মানুষের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলায় সিগারেট সহ ভারতীয় পণ্য জব্দহালদার উজানে অভিযান চালিয়ে ৪শ মিটার চরঘেরা জাল জব্দঅহেতুক মামলা নয়, লিগ্যাল এইড অফিস এ সমাধানও হয়দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর মানবিক উদ্যোগ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ের উন্নয়নে জোয়ার চলে আসবে: মংশৈ

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলা আহবায়ক কমিটি সদস্য মংশৈ ম্রাই বলেছেন দেশের আইন শৃঙ্খলা অবনতি, দ্রব্যমূল্য সীমাহীন, উচ্চ গতিতে বেকার সমস্যা বাড়ছে দিন দিন। দেশে এখন দূর্যোগপূর্ন সময় পার হচ্ছে। অন্যদিকে বিদেশি বিনিয়োগ শূণ্য কোটায়। সব মিলে হযবরল অবস্থা তাই এই সরকারের উচিত দ্রুত সময়ের নির্বাচনী তফসিল ঘোষণা করে সঠিক সময়ে মধ্যে সুষ্ঠু নির্বাচন মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি হাতে ক্ষমতা তুলে দেওয়া।

তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতা মসনদে আসীন হবে কারণ দেশে জনগণের এখন বুঝে জনবান্ধন দল হচ্ছে বিএনপি। তাই বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ের উন্নয়নে জোয়ার চলে আসবে। গত বৃহস্পতিবার সকালে তিন্দু ইউনিয়নের বার্ষিক বনভোজনের আয়োজিত এক প্রস্তুুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সকল নেতাকর্মীদের উদ্দাত্ত আহ্বান জানিয়ে মংশৈ ম্রাই আরো বলেছেন, দূর্গম অঞ্চলে দলকে সুসংগঠিত করতে হবে। এবং গ্রুপিং রাজনীতি পরিহার করে দেশ নায়ক তারেক রহমান নির্দেশ পালন করতে হবে। আসছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে অবস্থানরত বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বিএনপি সভাপতি শৈবাথোয়াই মারমা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি উবামং মারমা, উচমং মারমা, ক্যসানু মারমা, কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা, চসিংমং মারম। এছাড়াও তিন্দু ইউপি মেম্বার ও যুব দলের নেতা উহ্লামং মারমা, সাবেক মেম্বার হ্লাথোয়াইচিং মারমাসহ বিএনপি দলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।