[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে যুব কাফেলার উদ্যোগে রিজার্ভ বাজারে সড়ক সংস্কারখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিতরামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম, সম্পাদক দেলোয়ারযুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: কাজল তালুকদারজীবিকা ও উন্নয়নের সংগ্রামে আত্মনির্ভরতার ছবি পাহাড়ের অনেক নারীখাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনমাটিরাঙ্গায় নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনরামগড়ে বিএনপি’র নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়মাটিরাঙ্গা জোনের অভিযানে ৯২.৭ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ৭দিন পর বন্ধ করা হল কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট
[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম, সম্পাদক দেলোয়ার

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিমিতি’র মেয়াদ শেষ হওয়ায় নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২আগষ্ট) দুপুরে রামগড় বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে রামগড় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’ এক জরুরী সভায় কমিটির আংশিক কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি পদে পুনরায় ৩য় বারের মত মোঃ জসিম উদ্দিন (শাহিন মেডিকেল হল), সাধারণ সম্পাদক পদে সদস্যদের ভোটে দেলোয়ার হোসেন রাজু (আমিন মেডিকেল হল) রামগড় বাজার নির্বাচিত করা হয়েছে। এছাড়া ও সহ-সভাপতি পদে ডা: মোস্তফা কামাল (মিন্টু মেডিকেল হল), খাগড়াবিল বাজার, সহ- সাধারণ সম্পাদক পদে আশরাফ উদ্দিন লিটন (রাজু মেডিকেল হল) রামগড় বাজার, কোষাধ্যক্ষ পদে আবদুল্লাহ আল মামুন (আরজু মেডিকেল হল), সোনাইপুল বাজার, সহ কোষাধ্যক্ষ পিয়াস (সেবা মেডিকেল হল), রামগড় বাজার, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম (কাজী মেডিকেল হল) সোনাইপুল বাজার নির্বাচিত করা হয়েছে। জরুরি সভায় শিগ্রই ১১ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি গঠিত হইবে মর্মে সীন্ধান্ত নেয়া হয়।