[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজ ইউপিডিএফ সদস্যকে আটক করলো জনতাখাগড়াছড়ির রামগড়ে ১৪ হাজার ঘন ফুট বালু জব্দরাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবরখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি হাতে জব্দ ১৯ কোটি টাকার মালামাল, অস্ত্র-গুলিসহ আটক ২৭ জনউন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন ও সমাবেশবান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তার
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই শিল্প এলাকার বটতল সড়কটির বেহাল দশায় স্কুল পড়ুয়াদের চরম কষ্ট

৭১

॥ কবির হোসেন ॥
রাঙ্গামাটির কাপ্তাই বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিল্প এলাকা বটতল পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারনে এখন জনদূর্ভোগ চরমে। উক্ত সড়কটি দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, পলিটেকনিক, মাদরাসার কোমলমতি শিক্ষার্থী, কলকারখানার শ্রমিকসহ শত,শত লোকজন যাতায়াত করছে।

সড়কটি মধ্যে অসংখ্য ছোট,বড় গর্ত জমে ময়লা আর্বজনা সৃষ্টি হয়ে আছে। সড়ক দিয়ে যানবাহন চলাচলের পথে স্কুল,কলেজ,মাদরাসা কোমলমতি শিক্ষার্থী ও পথচারী বিভিন্ন সমস্যায় পড়ছে। জানাযায়, দীর্ঘ বছর পূর্বে উক্ত সড়কটি রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে একবার সংস্কার করা হয়েছিল। এলাকার সচেতন মহল আকতার আলম, মাদরাসা শিক্ষক মোকাম্মেল হোসেন, স্কুল শিক্ষক সেলিনা আক্তার জানান উক্ত সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। না হয় সামনের ভরাবর্ষায় আরোও বড় ধরনের সমস্য সৃষ্টি হবে। শিক্ষার্থী নাজমুল, সাইম, হেলেনা ও শারমিন জানান, আমরা এ সড়কটি দিয়ে চলতে গেলে ময়লা, আর্বজনা ও গর্ত পড়তে হয়। কোন কোন সময় গর্তে পড়ে স্কুল পোষাক ও বই খাতা নষ্ট হয়ে যায়। তাই আমরা চাই এ সড়কটি প্রশাসন দ্রুত সংস্কার করে আমাদের কষ্ট লাগব করুক।

কাপ্তাই ৪নং ইউপি ৬নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান জানান, এই সড়কটি বেহাল অবস্থায় এটি ইউনিয়নের বাজেট দিয়ে সংস্কার করা সম্বব নয়। এর আগে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে সড়কটি করা হয়েছিল। তারা চাইলে সড়কটি দ্রুত সংস্কার করা সম্বব হবে।