[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

কেপিএম সিবিএ নির্বাচনে সভাপতি রাজ্জাক, সম্পাদক কাজী আবু

৬৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল (কেপিএম) লিঃ সিবিএ নির্বাচনে বিজয়ী হয়েছে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজিঃ নং চট্ট-২৬২১)। এরা চাকা প্রতিক নিয়ে টানা চতুর্থবার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ( ১১ জুন) সকাল ১০টা হতে দুপুর ৩টা পযন্ত কর্ণফুলী পেপার মিল (কেপিএম) শ্রমিক কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

শ্রমিক কর্মচারী পরিষদ ৯৩ভোট পেয়ে বিজয়ী হয়। এবং প্রতিদ্বন্ধী সংগঠন ছাতা প্রতীক নিয়ে কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নকে (রেজিঃ নং চট্ট-২৭৫০) প্রাপ্ত ভোটে ৫৭। মোট ভোটার ১৫৪জন। এবং ২টি ভোট বাতিল হয়। নির্বাচন শেষে বিকাল ৩টায় প্রিসাইডিং অফিসার চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর সহকারী পরিচালক আবদুস সাব্বির ভূইয়া নির্বাচন ফলাফল ঘোষণা করেন। এতে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার নির্বাচিত হয়।