[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে রহমত উল্লাহ খাঁজা’র ত্রাণ সামগ্রী বিতরণকাপ্তাই উপজেলায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পাহাড়ে তিল চাষে সোনালী সাফল্যরাঙ্গামাটির বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে প্রশাসনের সহায়তাঅবশেষে লামায় টোব্যাকোয় ডাকাতির মাস্টারমাইন্ড করিম অস্ত্র সহ গ্রেফতারবাঘাইছড়ির সাজেকে ইউপিডিএফ (মূল) দলের বাবুধন চাকমার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনদীঘিনালায় চালের বস্তায় ১৬ লিটার চোলাই মদ জব্দখাগড়াছড়ির রামগড় সীমান্তে পুশইন ৫ ভারতীয় বাংলাদেশের কুড়িগ্রামের নাগরিক !বান্দরবানের আলীকদমে বুদ্ধমূর্তি ভাংচুর, পেছনে কারা জানতে চায় জনসাধরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই-চট্রগ্রাম শিলছড়ি সড়কটি কাঁদামাটিতে সয়লাব

৫৪

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই-চট্টগ্রাম সড়কস্থ শিলছড়িতে একটু বৃষ্টি হলেই কাঁদামাটিতে পুড়ো সড়ক সয়লাব হয়ে যায়। ফলে যান চলাচলে ভোগান্তি পোহাতে হয় এলাকাসহ প্রধান সড়কের চালক ও যাত্রীদের। গত ২/৩দিন আগে রেমালের ফলে বৃষ্টিপাত হয়ে শিলছড়ি কাপ্তাই নতুন থানা ও আনসার ব্যাটালিয়নের পাশে সড়কটি কাঁদামাটিতে সয়লাব হয়ে গেছে। ফলে সড়কটির দুইপাশ ভরাট হয়ে সড়কটি এখন অনেকটা ছোট হয়ে গেছে।

এতে করে যানচলাচলে ভোগান্তিতে পড়ছে চালকসহ এলাকার লোকজন।প্রতি বছর বৃষ্টিপাত হলে উক্ত সড়কটির শীতারঘাট পযন্ত এধরনের সমস্যয় পড়তে হয়। গত বছর উক্ত এলাকায় কলেজ শিক্ষার্থী ও রেডক্রিসেন্ট সোসাইটির যুবকরা সেচ্ছাশ্রম দিয়ে সড়কের মাটি সরিয়ে যান চলাচলের ব্যবস্থ করে। এলাকার এনামুল হক বাচ্চু জানান আমরা এখন এ সড়ক দিয়ে চলতে পারছিনা। প্রতিনিয়ত যাতায়াত করতে সমস্যয় পড়ছি। দ্রুত সড়কের ওপর কাদা মাটি অপসরণের দাবি জানান।

এদিকে ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি ইউপি সদস্য সরোয়ার হোসেন প্রশাসন দ্রুত কাঁদামাটি সরিয়ে স্থায়ী একটি ব্যবস্থা নেয়ার দাবি জানান। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জানান সড়কটি চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের। চট্রগ্রাম সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলে ব্যবস্থা নেয়ার কথা জানান।