[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

ক্ষতিগ্রস্ত সড়কের মেরামতের কাজ করল সেনাবাহিনীর সদস্যরা 

৬০
॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় সড়কে গাছ পড়ে সড়কে যান চলাচল বন্দ হয়ে যায়। পাশাপাশি ব্রীজের পাশের মাটি সরে গিয়ে ভাঙ্গনের দেখা দিয়েছে। যার ফলে এসব সড়কে মানুষ ও যানবাহন চলাচল ব্যহত হয়। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে উত্ত সড়ক মেরামতের কাজে নেমে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি সেনা জোনের সদস্যরা।
বুধবার (২৮ মে) সকালে সিন্দুকছড়ি সেনা জোনের আওতাধীন হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকায় সড়কের গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবি করে সেনাবাহিনীর সদস্যরা। অন্যদিকে সিন্দুকছড়ি বাজার এলাকায় একটি ব্রীজের পাশের মাটি সরে রাস্তা ধ্বসে যাওয়ার উপক্রম হলে, সেখানে মাটি ভর্তি বস্তা ফেলে নিরাপদ সড়ক চলাচলের উপযোগী করে তুলেন সেনা সদস্যরা। যার ফলে সেনাবাহিনীর এমন কার্যক্রমের প্রশংসা করেছে স্থানীয়রা। এ সময় সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামীতেও অব্যহত রাখার আহবান জানান তারা।
সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জির নির্দেশনা ক্রমে উক্ত কাজের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারী।
এ সময় সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি জানান, পার্বত্য অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে এ অঞ্চলের মানুষের পাশে দেখেছেৃ বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কাজ করেছে সেনাবাহিনী সদস্যরা। আগামীতে আমাদের জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যহত থাকবে।