[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

দূর্গম পাহাড়ী এলাকায় বিওপি‘র মাধ্যমে ৫৪বিজিবি‘র শীতবস্ত্র বিতরণ

১১২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কতৃক দূর্গম পাহাড়ী জইপুপাড়া ক্যাম্প এলাকায় শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা করেছে।

মঙ্গলবার সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় সাজেক ইউনিয়নের দূর্গম সীমান্তে জপুইপাড়া এলাকার হতদরিদ্র পাহাড়ী পরিবারের মাঝে অর্ধশত কম্বল এবং নারী-পুরুষ ও শিশুদের মাঝে শতাধিক শীতের পোষাক বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি‘র নির্দেশনায় জপুইপাড়া বিওপি’র বিওপি জুনিয়র কমান্ডার সুবেদার মোঃ গোলাম আম্বিয়া এসব শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিওপি’র অন্যান্য পদবীর সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৫৪ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি‘র বলেন, শীতে দূর্গম এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন অব্যহত থাকবে। এবং বিওপি ক্যাম্পের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিটি দূর্গম এলাকায় শীতবস্ত্র বিতরন করা হবে।

প্রচন্ড শীতে দূর্গম পাহাড়ী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক শীত বস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।