[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে বিএফআইডিসি রেস্ট হাউজে ডুকে বন্যহাতির ব্যাপক ভাংচুর

৯৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে লোকলয়ে বন্যহাতি তান্ডব চালিয়েছে। বিএফআইডিসি এলপিসি রেস্ট হাউজ কক্ষে ডুকে রান্নাঘরে ব্যাপক ভাংচুর হয়েছে। আতংকে কেটেছে সারারাত।

সোমবার গভীর রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত একপাল বন্যহাতি কাপ্তাইয়ের বিএফআইডিসি এলপিসি রেস্ট হাউজ কক্ষে প্রবেশ করে। রেস্ট হাউজে কক্ষে প্রবেশ করারপর কর্তব্যরত আনাসার দৌড়ে পালিয়ে নিরাপদে যায় এবং রেস্ট হাউজে অবস্থানরত সকলকে সচেতন করে।

এসময় হাতির পালটি রেস্ট হাউজের দরজা, জানালা ও রান্নাঘর ব্যাপক ভাংচুর করে। একই দিন রাতে কাজী সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমানের বাবুলের কলাবাগান খেয়ে সাবার করে দেয়।

বিএফআইডিসি এলপিসি ইউনিট শাখার বিলাস কুমার বিশ্বাস সহ-ব্যবস্থাপক (হিসাব) জানান, রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত বন্যহাতির রেস্ট হাউজে প্রবেশ করে রেস্ট হাউজের দরজা, জানালা ও রান্নাঘরের ব্যাপক ভাংচুর করে। রেস্ট হাউজে অবস্থানরত সকলে ভয়ে দৌড়ে দ্বিতীয়তলায় নিরাপদে আশ্রয় নেই। আমরা এখন আতংকে আছি আবার কখন এসে হানা দেয়।

রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বনের মধ্যে কোন খাদ্য না থাকার কারনে লোকালয়ে আসছে। তা ছাড়া নতুন করে কয়েটি হাতি বাচ্চা দেয়ার ফলে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসছে। তবে বিষয়গুলো আমরা দেখছি বলে তিনি মন্তব্য করেন।