[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কথা হইলো ডাক্তার-ই যদি নাই থাকে তয় রোগ লইয়া খালি বিছানায় শুইয়া থাকিলে কি হইবে, চিন্তায় আছি…অনাকাক্সিক্ষত মৃত্যু আমরা চাই না, পর্যটকদের সচেতন করা জরুরীখাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবির নানামুখী সহায়তাএলডিপি রাঙ্গামাটি জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমল বিকাশবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসীদের হামলায় নিহত-১কাপ্তাইয়ে কর্ণফুলী নদী থেকে উদ্ধার সাম্বার হরিণটি মারা গেলকাঁচামালের উৎপাদন বাড়িয়ে কেপিএম এর সক্ষমতাকে বাড়াতে হবে-শিল্প উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ইয়াবাসহ ৩যুবক আটকদীঘিনালায় কৃষকদের মাঝে আমন ধান বীজ ও সার বিতরণবান্দরবানের ঘুমধুম সীমান্তে আবারো স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
[/vc_column_text][/vc_column][/vc_row]

ডাঃ মংক্যছিং সাগরের পিতা অংমং মগ এঁর পরলোক গমন

১৫৬

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগরের পিতা অংমং মগ বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন। শুক্রবার (৭এপ্রিল) সকালে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়।

জানা যায়, ডাঃ মংক্যছিং সাগরের পিতা অংমং মগ বিভিন্ন রোগে ভূগছিলেন। পরে গত বৃহস্পতিবার রাঙ্গামাটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত-রাত ১:১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৪ মেয়ে, ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার এবং আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পিতার মৃত্যুর সংবাদ পেয়ে শেষবারের মতো দেখতে (আনন্দ বিহার মাঠ প্রাঙ্গণে) ভীড় জমিয়েছেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা।

শুক্রবার (৭এপ্রিল) দুপুরে রাঙ্গামাটির আসামবস্তিস্থ মহাশ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হয় বলে সূত্রে জানা যায়।