[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি পুলিশ ট্রেনিং সেন্টারে নারী পুলিশসহ আহত-৩

৫০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টার(পিএসটিএস) এ বার্ষিক ফায়ারিং প্রশিক্ষনের সময় একজন নারী পুলিশসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষনের টীম লিডার সহকারী কমিশনার ডিবি পশ্চিম,সিএমপি মোঃ তারেক আজিজ ও কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ ট্রেনিং সেন্টার সুত্রে জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টীম বার্ষিক ফায়ার প্রশিক্ষনের জন্য সকালে বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টারে আসেন। তারা যথানিয়মে ফায়ারিং প্রশিক্ষনও শুরু করেন। চট্টগ্রাম পুলিশ লাইনসের নারী কনস্টেবল নারগিছ আক্তার (৬১৫১) ফায়ারিং শুরু করলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এতে তার হাতে থাকা অস্ত্রের গুলিতে চট্টগ্রামের পাহাড়তলী থানার নারী কনস্টেবল মিনুআরা,(৪৭০৮) বাকলিয়া থানার কনস্টেবল অভি বড়ুয়া (৫১২৬) ও সুমন (৪৪৯৩) শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়। পড়ে অন্যান্য সঙ্গীয় ফোসরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী খবর জানা যায়নি।