[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

১২৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পে’র আওতায় মানিকছড়ি উপজেলার ৪৫জন পশুপালন উপকারভোগীর মাঝে কৃষি উপকরণ হিসেবে ছাগল, শুকর, মুরগি, শীতকালীন সবজি ও ভার্মি কম্পোস্ট সার কৃষি উপকরণ হিসেবে বিতরণ হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ ডিসেম্বর) কারিতাস মানিকছড়ি উপজেলার সিপিপি পিএইপি-২ প্রকল্প’র বিভিন্ন পাড়া পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ৪৫ জন পশুপালন কৃষান-কৃষানীর মাঝে কৃষি উপকরণ হিসেবে ৪২টি ছাগল, ৩টি শুকুর, ৪৭টি মুরগি, ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের জন্য সিমেন্ট রিং ৩৪টি, কেঁচো ৪ হাজার ১শ ৫৭টি, ২২কেজি সবজি বীজ ও নিরাপত্তার জন্য ১১টি তেরপাল বিতরন করা হয়েছে।

পাড়া পর্যায়ে উক্ত কৃষি উপকরনকালে উপস্থিত ছিলেন, সিপিপি পিএইপি-২ প্রকল্প’র জুনিয়র কর্মসূচী কর্মকর্তা নেছারুল আলম খান, মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান ও মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, পংমে মারমা, আবাইশি মারমা ও হিমেল চাকমা প্রমুখ।

এ সময় তারা বলেন, ঋধরৎ ঊপড়ষড়মরপধষ ঞৎধহংরঃরড়হ বাস্তবায়নে পশুপালের পাশাপাশি কৃষির আধুনিক প্রযুক্তির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। পশুকে ঠান্ডা থেকে রক্ষা করতে মাচা তৈরি করা ও রোগবালাই থেকে নিরাপদ রাখতে অবশ্যই নিয়মিত ভ্যাকসিন প্রদানের পরামর্শ দেন। সেই সাথে যত্নসহকারে পশুপালন, বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করে পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি ও ভার্মি কম্পোস্ট সার উৎপাদক করে পারিবারিকভাবে বাড়তি আয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রকল্পের উপকারভোগীদের পরামর্শ দেন।