[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে পানিতে ডুবে এক বিধবা নারী মৃত্যু

৪৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে রুমায় সাঙ্গু নদীতে ডুবে সিংয়ইনু মার্মা(২৩) নামে এক বিধবা নারী মৃত্যু হয়েছে। তার এক বছরের শিশু রয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকালে রুমা ২নং সদর ইউনিয়নের রুমাচর পাড়া নদীর ঘাটে এ ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে রাত দশটা দিকে নদীর ধারে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিংয়ইনু মার্মা(২৩), সে রুমাচর পাড়ার বাসিন্দা মৃত: প্রুসিংঅং মার্মা এর মেয়ে।

নিহতের পরিবারের মা খ্যাইউচিং মার্মা জানান, বিকালে প্রত্যেক দিনের মতো সাঙ্গু নদীর ঘাটে গোসল করতে নেমেছিল। পরে বাড়িতে না আসাতে গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি পর রাত ১০টা দিকে ঘাটের উপরে লাকড়ি দিয়ে বাঁধানো দঁড়ি দিয়ে চড়ে তার লাশ দেখতে পাই। পরে গ্রামবাসী সহ লাশটিকে উদ্ধার করে নদীর ধারে দাফন করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং বলেন, ঘটনাটি বিকালের পর এলাকাবাসী খোঁজ করতে থাকে। পরে রাতে নদীর ধারে ও-ই নারী লাশ উদ্ধার করা হয়েছে।