[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় ১১হাজার ৫শত ২৯টি স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি’র পন্য বিক্রয়

|| দীঘিনালা উপজেলা প্রতিনিধি ||
টিসিবি‘র পন্য কিনে হোন ধন্য এ প্রচারনার মাধ্যমে পন্য বিক্রি করা হচ্ছে। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৫টি ইউনিয়নে ১১হাজার ৫শত ২৯টি স্মার্টকার্ডধারী উপকার ভোগীদের মাঝে সুলভ মূলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য বিক্রয় করছে সরকার এতে নি¤œ ও মধ্য আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে।

টিসিবি পন্য নিতে এসে প্রীয়শীষ চাকমা বলেন, টিসিবি‘র মাধ্যমে সরকার ন্যার্যমূল্যে ৫কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি সয়াবিন তেল, ১কেজি চিনি দিচ্ছে এতে করে আমাদের মত মধ্য ও নি¤œ আয়ের মানুষের জন্য অনেক উপকার হচ্ছে। বাজারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রন রাখার জন্য ৫কেজি চাল ১শত ৫০টাকা, ২কেজি সয়াবিন তেল ২শত টাকা, ২কেজি মসুরের ডাল ১শত ২০টাকা ও ১কেজি চিনি ৭০টাকা মোট ৫শত ৪০টাকা একটি প্যাকেজের মাধ্যমে ৪টি পন্য বিক্রয় করা হচ্ছে।

দীঘিনালায় মেসার্স রাজ্জাক স্টোর ও মোঃ ইসমাইল ট্রেডার্স দূইটি ডিলারের তাদের ট্রাকসেল এর মাধ্যমে ইউনিয়ন পর্যায় গিয়ে টিসিবি‘র পন্য বিক্রি করা হচ্ছে। ডিলার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, প্রতি মাসে ট্রাকের মাধ্যমে ইউনিয়ন পর্যায় গিয়ে টিসিবি‘র পন্য সরকারি নিয়ম অনুযায়ী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি করছি। টিসিবি‘র পন্য নিতে এসে শামসুল হক বলেন, ন্যার্যমূল্যে চাল, ডাল তেল, চিনি কিনতে পেরে নি¤œ আয়ের মানুষের অনেক উপকার হচ্ছে।

টিসিবি‘র পন্য বিক্রিয় সম্পর্কে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ট্রাক সেলের মাধ্যমে উপজেলার ৫টি ইউনিয়নে ১১হাজার ৫শত ২৯টি টিসিবির স্মার্ট ফ্যামেলি কার্ডধারীদের মাঝে সুলভ মূলে ৫কেজি চাল, ২কেজি মুসুর ডাল, ২কেজি সয়াবিন তেল ও ১কেজি চিনি বিক্রি করা হয়েছে। এতে নি¤œ ও মধ্য আয়ের পরিবারগুলোর অনেক উপকার হচ্ছে।