[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের খাদেম নুরুল হক এর বিদায় সংবর্ধনাডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভুমি সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সরকার কাজ করছে: উপদেষ্টাখাগড়াছড়ির মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠা নিয়ে বিভ্রান্তিলামা পৌরসেবা সপ্তাহ উপলক্ষে জরিমানা ৫০ শতাংশ মওকুফবান্দরবানের থানচিতে পাহাড়ের ঢালে সোনালি রঙের ধানখাগড়াছড়ির রামগড়ে বাল্যবিবাহ বন্ধ সহ অর্থ দন্ডআলীকদমে দূর্গম স্কুলগুলোতে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষকরালংগদুর মাইনীমূখ বাজারে অগ্নিকান্ডে কেটি টাকার ক্ষতিকাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যারোয়াংছড়ি উপজেলায় শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে সিডিসি প্রকল্পের ৩৭০জন শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরণ

৯২

॥ হ্লাছোহ্রী মারমা,রোয়াংছড়ি ॥

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় কমিউনিটি ডেভেলপমেন্ট কনর্সান (সিডিসি) পরিচালনায়, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প রোয়াংছড়ি, বিডি-০৫০৩ আওতায় অভিভাবক সমাবেশ ও প্রকল্প ৩৭০জন শিশুদের মাঝে বার্ষিক উপহার বিরতণ করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-রোয়াংছড়ি অফিস মিলনায়তনে বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠানের রসথানপার ও ভাননেইথাং বম সঞ্চালনায় লোক্যাল সেন্টার কমিটি সভাপতি রামদির বম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী, বিষেশ অতিথি হিসেবে ছিলেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, মন্ত্রী প্রতিনিধি নাইতং বুইতিং, সিডিসি’র প্রকল্প ম্যানেজার এলএস লাল রামকাপ বম এবং সার্বিক সহযোগীতায় আছেন রামসাংময় বম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী বলেন পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় শিশুদের লেখা পড়া খরচ থেকে শুরু করে আত্নকর্মসংস্থান পর্যন্ত সহযোগীতা দিয়ে থাকেন। এমনকি শিশুর মেধার বিকাশের উপকরণ, শিক্ষার বৃত্তির, চিকিৎসার, বস্ত্রসহ যাবতীয় দৈনন্দিন খরচ প্রদান করা একজন শিক্ষার্থীর অত্যন্ত প্রয়োজনীয়। এ উদ্যোগটি অব্যাহত রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের ৩৭০জন শিশু ও অভিভাবকসহ প্রকল্প কমিটির সদস্য এবং কর্মীবৃন্দ।