[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ভোট ফর ধানের শীষ ভোট ফর ওয়াদুদ ভুঁইয়া রামগড়ে গণসংযোগকাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮তম কঠিন চীবর দান উদযাপনরাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি-আজগর, সম্পাদক-সুমনপার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমাকাপ্তাই এ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম তরাম্বিত করার লক্ষ্যে কাপ্তাই এ সভালংগদু তিনটিলা বন বিহারে জোন কমান্ডার মোর্শেদ এর অংশগ্রহনখাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ঘটনায় যুবক আটকহালদা নদীর মানিকছড়ি অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দকাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে উক্য চিং মারমার সৎকার সম্পন্ন

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া খ্যংদং পাড়ায় স্থানীয় শ্মশানে উক্যচিং মারমার সৎকার সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে উক্য চিংদের বাড়িতে ছুটে এসেছেন তাদের আত্মীয়-স্বজন, প্রতিবেশি, এলাকার পাহাড়ি-বাঙালি সবশ্রেণী পেশার মানুষ।

পরিবার পরিজন, আত্মীয় স্বজন ছাড়াও স্থানীয় জনপ্রতিধি, পাড়াপ্রধান, মসজিদের ইমাম, উক্য চিংয়ের সহপাঠ, শিক্ষকসহ বিভিন্ন ম্রেণি পেশার মানুষ উক্য চিং মারমার সৎকার উপলক্ষে তাদের বাড়িতে উপস্থিত হয়েছে। এখানে তাদের ধর্মীয় সকল নিয়মাচার পরিপালন শেষে স্থানীয় শ্মশানে হাদক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

উক্য চিং মারমার আগের স্কুল বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগওে শিক্ষক শারমিন আক্তার এ প্রতিনিধিকে বলেন, ‘উক্য চিং মারমা আমার প্রিয় ছাত্রদের একজন ছিল। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখত।

উক্য চিং মারমারকে দেখতে এসেছেন বাঙ্গালহালিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক আহমেদ। তিনি বলেন, উক্য চিং মারমা খুবই শান্ত প্রকৃতির মেধাবী একটি ছেলে। আমরা সর্বদাই তার কথা ও আচার-আচরণে মুগ্ধ ছিলাম। আল্লাহর কাছে আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের সবার প্রতি সমবেদনা জানাই।

উল্লেখ্য, সোমবার বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো ৭ম শ্রেণির ছাত্র রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ার ছেলে উক্য চিং মারমা। দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে শিশুটি ঢাকা জাতীয় বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।