[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় কফি ও কাজুবাদামের চারা বিতরণকাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনের শপথ ও সভা অনুষ্ঠিতসমাজ গঠনে জুলাই পুনজাগরণে রাঙ্গামাটির লংগদুতে শপথ গ্রহনজুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে রামগড়ে শপথ গ্রহণআমি যৌবনে ফিরেছি বলছে যেন চিরচেনা রাঙ্গামাটির শুভলং ঝর্ণাছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা কক্ষ না থাকায় দীঘিনালায় দন্তরোগীদের সেবা ব্যহত

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকার পরও দাঁতের চিকিৎসা সেবা পাচ্ছেনা উপজেলাবাসী। স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ভাবে ডেন্টাল বিভাগের চিকিৎসক নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্স আসেন আর দাঁতের রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা ব্যবস্থা পত্র মাধ্যমে দিয়ে থাকেন। কিন্তু হাসপাতালে দন্ত চিকিৎসার জন্য নির্দিষ্ট কোন কক্ষ না থাকায় নানান সমস্যার সৃষ্টি হচ্ছে।
দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এলাকা থেকে আসা দাঁতের রোগী মোছাঃ ডালিয়া পারভীন বলেন, দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালের আসছি দাঁতের চিকিৎসার নিতে, যন্ত্রপাতি দিয়ে না দেখে ডাক্তার এমনিতে দেখে কিছু ঔষধ দিয়েছে। বাবুছড়া ইউনিয়ন থেকে দাঁতের রোগীর নভেল চাকমা বলেন, দাঁতের ব্যাথা নিয়ে হাসপাতালে এসেছি চিকিৎসা দিয়েছে তবে, ভালো করে দেখতেও পারে নাই। সাধারন কক্ষে সাধারন রোগীর সাথে বসে চিকিৎসা দিয়েছে। তবে শহরে গিয়ে এক্স-রে করে চিকিৎসা নিতে বলছে।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নিউটন চাকমা বলেন, হাসপাতালে দাঁতের রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে ব্যবহারের জন্য নির্দিষ্ট রুম নাই। তাই প্রতিদিন ১০/১৫জন রেগীকে প্রাথমিক ভাবে দেখে দাঁতের চিকিৎসা দিয়ে থাকি। সেবার পরিধি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নির্দিষ্ট কক্ষে স্থাপন করা জরুরী প্রয়োজন। দুঃস্থ ও গরীব রোগীরা অর্থের অভাবে দাঁতের উন্নত চিকিৎসার জন্য শহরের যেতে পারেনা। ছোট খাটো সমস্যা হাসপালে চিকিৎসা দেয়া সম্ভব ছিল।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা তনয় তালুকদার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল বিভাগের রোগী দেখার জন্য যন্ত্রপাতি থাকার পরও নির্দিষ্ট কক্ষের অভাবে যন্ত্রপাতিগুলো স্থাপন করা যাচ্ছে না। তবে ৫০শয্যার নতুন ভবনের কাজ প্রায় শেষ। নতুন ভবনে শিফট হলে আলাদা করে ডেন্টাল বিভাগের ব্যবস্থা করা হবে।