পণ্যের দাম উর্ধ্বগতির প্রতিবাদে বান্দরবানে বিএনপি বিক্ষোভ সমাবেশ
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
নিত্য প্রয়োজনীয় দ্রব্যম্যল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবানে জেলার বিএনপি। বুধবার (২ মার্চ ) বিকালে বান্দরবান শহর ২নং গলিতে বান্দরবান জেলা বিএনপি জেলা বিএনপি সভাপতি মাম্যাচিং সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠিক সম্পাদক মাহবুবের রহমান।
শুরুতেই বান্দরবান জেলা বিএনপি কার্যালয় জজ কোর্ট হতে প্রধান সড়ক হয়ে সমাবেশ বের হয়ে ২নং বাজার শহর গলিতে এসে সমাপ্তি ঘটে। পরে সমাবেশে মিছিলে মিছিলে যোগ দেন ইউনিয়ন উপজেলা, পৌর শহর ও ওয়ার্ডের বিএনপি কর্মীরা। সমাবেশে বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা সঞ্চালনায় জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার ।
বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নের নাম করে লুটপাত ও নিত্যের পণ্যের বাড়িয়ে জনগনের ভাত কাপড়ের অধিকার কেড়ে নিয়েছে। সাধারণ মানুষকে কোন দিক দিয়ে না পেরে দেশের সকল সাধারণ জনগণকে ভাতে মারার জন্য চেষ্টা চালাচ্ছে। দেশে যা হারে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেইভাবে হলে আগামীতেও সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে।
বক্তারা আরো বলেন, বর্তমানে দেশের সব পণ্যের দাম হাতে নাগালে বাইরে চলে গেছে। এইসব দ্রব্য পণ্যের বেড়ে যদি এইভাবে চলতে থাকে তাহলে খেতে খাওয়া মানুষ গুলো চরম ভোগান্তিতে পরবে। তাই দেশের সকল বাসীকে একত্রভাবে কাজ করার আহব্বান জানান।