[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

গুইমারায় মধুবন শাখার শুভ উদ্বোধন

৪০

॥ মাইন উদ্দিন বাবলু,গুইমারা ॥

খাগড়াছড়ি জেলারগুইমারা উপজেলায় চট্রগ্রামের ঐতিহ্যবাহী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুবন এর শাখা”শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ মার্চ ) কাজী টাওয়া মার্কেট মেইন বাজারে দেশের অভিজাত এই মিষ্টি বিপণী মধুবন শাখার শো”রুম উদ্বোধনী করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও গুইমারা বাজার চৌধুরী কংজুরি চৌধুরী, মধুবন সুইটস্ ইন্ডাঃ লিঃ এর পরিচালক নুরুল আবছার, নুরুল হক,নুরুল আমিন, মধুবন সুইটস্ এর গুইমারা শাখার পরিবেশক খন্দকার এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর সাইফুল ইসলাম খন্দকার প্রমূখ,

প্রতিষ্ঠানের মালিক মোঃ সাইফুল ইসলাম খন্দকার বলেন, গুইমারা উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল মধুবন শো’রুমের, আমরা তাদের সে প্রত্যাশা পূরণ করতে পেরে আনন্দিত,এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সহ গুইমারা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উদ্বোধন পরবর্তী সময়ে শোরুম ঘুরে দেখেন অতিথিরা,এ সময় শো-রুমে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা, তারা জানান মধুবন মিষ্টির শাখা পাওয়ায় আমাদের মনে বাড়তি আনন্দ আরো বেড়ে গেলো,ব্যবসায়ী সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনের প্রথম দিনেই ব্যাপক সাড়া ও বিক্রির ধুম পড়েছে।

উক্ত প্রতিষ্ঠানে বিয়ে, মেহেদী অনুষ্ঠান, জন্মদিন,আক্বীকা,মিলাদ ও যে কোনো বিশেষ আয়োজনে মিষ্টি, ফাস্ট ফুড, কেক,আইসক্রিম, মিনারেলও কোমল পানিও সহ সব ধরণের অর্ডার সরবরাহ করবে।