[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানারাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালঅপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষকের শাস্তি দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশবান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরুপারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধনখাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানবান্দরবানের লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত হাজতেখাগড়াছড়ির রামগড়ে রংতুলি’র ঈদ, নববর্ষ ও বৈসাবি’র পুনর্মিলনী অনুষ্ঠানখাগড়াছড়ির রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধারখাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমের
[/vc_column_text][/vc_column][/vc_row]

গুইমারায় মধুবন শাখার শুভ উদ্বোধন

৩৯

॥ মাইন উদ্দিন বাবলু,গুইমারা ॥

খাগড়াছড়ি জেলারগুইমারা উপজেলায় চট্রগ্রামের ঐতিহ্যবাহী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুবন এর শাখা”শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ মার্চ ) কাজী টাওয়া মার্কেট মেইন বাজারে দেশের অভিজাত এই মিষ্টি বিপণী মধুবন শাখার শো”রুম উদ্বোধনী করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও গুইমারা বাজার চৌধুরী কংজুরি চৌধুরী, মধুবন সুইটস্ ইন্ডাঃ লিঃ এর পরিচালক নুরুল আবছার, নুরুল হক,নুরুল আমিন, মধুবন সুইটস্ এর গুইমারা শাখার পরিবেশক খন্দকার এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর সাইফুল ইসলাম খন্দকার প্রমূখ,

প্রতিষ্ঠানের মালিক মোঃ সাইফুল ইসলাম খন্দকার বলেন, গুইমারা উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল মধুবন শো’রুমের, আমরা তাদের সে প্রত্যাশা পূরণ করতে পেরে আনন্দিত,এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সহ গুইমারা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উদ্বোধন পরবর্তী সময়ে শোরুম ঘুরে দেখেন অতিথিরা,এ সময় শো-রুমে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা, তারা জানান মধুবন মিষ্টির শাখা পাওয়ায় আমাদের মনে বাড়তি আনন্দ আরো বেড়ে গেলো,ব্যবসায়ী সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনের প্রথম দিনেই ব্যাপক সাড়া ও বিক্রির ধুম পড়েছে।

উক্ত প্রতিষ্ঠানে বিয়ে, মেহেদী অনুষ্ঠান, জন্মদিন,আক্বীকা,মিলাদ ও যে কোনো বিশেষ আয়োজনে মিষ্টি, ফাস্ট ফুড, কেক,আইসক্রিম, মিনারেলও কোমল পানিও সহ সব ধরণের অর্ডার সরবরাহ করবে।