নানিয়ারচরে বঙ্গবন্ধুর ভাষ্কর্য্য ও গ্যালারী নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দীপংকর তালুকদার এমপি
॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির নানিয়ারচর সেতু সংলগ্ন সৌন্দর্যবর্ধন কাজ, বঙ্গবন্ধুর ভাষ্কর্য্য ও গ্যালারী নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।সোমবার (২৮ফেব্রুয়ারী) সকালে উপজেলার নানিয়ারচর সেতু সংলগ্ন এসব স্থাপনার ভিত্তিপ্রস্তর করেন, সাংসদ ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি)।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদীব কান্তি দাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় দীপংকর তালুকদার বলেন, সরকার এই অঞ্চলের সাধারণ মানুষের যাতায়াত নিশ্চিতে পার্বত্যাঞ্চলের সর্ববৃহৎ ও দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করেছে। সেতু নির্মাণের ফলে এখানে অনেক পর্যটক আসেন। এই সেতুর চারপাশকে আরো সৌন্দর্যবর্ধন করতে বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু ভাষ্কর্য্য নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে।
পরে দীপংকর তালুকদার নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন (দ্বিতল ভবন) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।