[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানারাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালঅপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষকের শাস্তি দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশবান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরুপারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধনখাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানবান্দরবানের লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত হাজতেখাগড়াছড়ির রামগড়ে রংতুলি’র ঈদ, নববর্ষ ও বৈসাবি’র পুনর্মিলনী অনুষ্ঠানখাগড়াছড়ির রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধারখাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমের
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে আফিমসহ দুই মাদকব্যবসায়ী আটক

৪৪

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

থানচি উপজেলার র‌্যাব ও বিজিবির অভিযানে ১ কেজি ৮শত গ্রাম আফিমসহ (মাদক) দুই যুবককে আটক করা হয়েছে। রবিবার রাতে থানচি উপজেলার বাজার এলাকায় তাদেরকে আটক করা হয়েছে বলে র‌্যাব ও পুলশি সূত্রে জানা যায়।

আটককৃতরা, দংওয়াই ম্রো (২৪), থানচি উপজলোর ২নং তিন্দু ইউনিয়নের ২নং ওর্য়াড আমইপাড়া গ্রামে কাসু ম্রোর ছেলে। অপর একজন কাইং প্রো ম্রো (২৩) লামা উপজলোর চিংকুম পাড়ার রিংচুম ম্রোর ছেলে।

পুলিশ ও র‌্যাব সূত্রে আরো জানা যায়, দংওয়াই ম্রো (২৪) নামে মাদক ব্যবসায়ী থানচি র্দুগম এলাকা তিন্দু থেকে আফিম নিয়ে আসে ও অপর একজন কাইং প্রো ম্রো (২৩) লামা হতে থানচি বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেেয় র‌্যাব-৭ এর সহকারী সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসনে নেতৃত্বে থানচি বাজার এলাকায় অভিয়ান পরচিালনা চালায়।

এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৮শত গ্রাম আফমিসহ দুই যুবককে আটক করা হয়। যার আনুমানকি বাজারের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

থানচি থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) সুদীপ রায় জানান, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ১ কেজি ৮শ গ্রাম আফিমসহ দুই জনকে আটক করা হয়েছে। র‌্যাব-৭ জিজ্ঞাসাবাদ শেষে রাতে থানায় হস্তান্তর করেন। আটককৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।