[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

“এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইড” এর ৩য় বর্ষে পদার্পণ

৬৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইড এর ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের রেইবো রেস্টুরেন্টে এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইড এর সভাপতি মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এ এম নুরুল আবছার।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা রাঙামাটির ট্যুরিজম এর বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করার পাশাপাশি ট্যুরিজমের বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার ব্যাপারে মতামত প্রদান করেন। এসময় তারা যুব উন্নয়ন এর রেজিস্ট্রেশন কৃত সংগঠন এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইড এর ২ বছরের চলমান কার্যক্রম এর প্রশংসা করেন যার মধ্যে অন্যতম “লেকবিলাস ক্যাম্পিং জোন” নামে তাঁবু ক্যাম্প ব্যবস্থা। এসময় বক্তারা সংগঠনটির সফলতা কামনা করেন এবং রাঙামাটিকে পর্যটন নগরী ও পরিবেশ বান্ধব ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলার দাবি জানান।

এসময় রাঙামাটিতে ট্যুরিজম নিয়ে কাজ করা যুব উদ্যোগক্তাগণ উপস্থিত ছিলেন।

সভার শেষ পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলকে পরিবেশ বান্ধব ট্যুরিজম নিয়ে কাজ করে যাওয়ার শপথ বাক্য পাঠ করানো হয় এবং সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সম্মাননা শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে ৩য় বর্ষে পদার্পণ কেক কেটে উদযাপন করা হয়।