আইসিটিতে এগিয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম
পাহাড়ে সৃষ্টি হচ্ছে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান
॥ নিজস্ব প্রতিবেদক ॥
দীর্ঘ ১৫ বছর আগে পাহাড়ের ছিলো না কোন নেটওয়ার্ক,বাঁশ বা কাঠ দিয়ে এন্টেনা তৈরি করে টেলিফোনে কথা বলতো পাহাড়ের মানুষ। ছিলো না কোন কম্পিউটার,ফ্যাক্স দিয়েই গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান হতো পাহাড়ে। কিন্তু সময়ের ব্যবধানে বর্তমান সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় অন্য অন্য জেলার চেয়ে প্রযুক্তির দিকে এখন এগিয়ে আছে পার্বত্য চট্টগ্রামের মানুষ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষিত বেকার যুবক- যুবতীরা এখন নিজেরাই আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইসিটি-ভিত্তিক দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান প্রকল্প এর আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জুলাই ২০১৭ খ্রি. থেকে জুন ২০২০ খ্রি. পর্যন্ত একটি প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পের আওতায় গ্রাফিক্স, অডিও-ভিডিও ধারণ ও সম্পাদনা, এ্যনিমেশন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, মাল্টিমিডিয়া সফটওয়্যার
ডেভেলপমেন্ট, আউটসোর্সিং ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে তিন পার্বত্য জেলার চাকমা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, আসাম ও বাঙালী সম্প্রদায়ের যুব-যুবতীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা নিজস্ব উদ্যোগের মাধ্যমে যেমন উদ্যোক্তা হয়েছে তেমনি যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রতিষ্ঠানের সাথে কাজ করে আত্ম-নির্ভরশীল হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, রাঙ্গামাটি শহরের বনরূপাস্থ একটি আইসিটি প্রতিষ্ঠান ডাবল ক্লিক এ্যনিমেশন ও ত্রিমাত্রিক। বর্তমানে এ প্রতিষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইসিটি ভিত্তিক দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে আত্মকর্মসংস্থান শীর্ষক প্রকল্প” থেকে আইসিটি বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ১৫জন যুব এ্যনিমেটর এ্যনিমেশন তৈরীর কাজ করছেন। ইতোমধ্যে তাঁরা বর্তমানে জাতীয় সম্প্রচার মাধ্যম ‘চ্যানেল আই’ এর জন্য ৫০০ পর্বের এবং ঢাকাস্থ ‘এম কে প্রোডাকশন’ এর জন্য ৩০০ পর্বের ধারাবাহিক এ্যনিমেশন ফিল্ম নির্মাণ করছে। এছাড়াও আমেরিকান চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব পিটার সেন এর জন্য ৩টি স্বল্প দৈর্ঘ্যের এ্যনিমেশন ফিল্মও তৈরী করে।
বেশ কয়েকজন এ্যনিমেটর জানান, আইসিটি প্রতিষ্ঠান ডাবল ক্লিক এ্যনিমেশন ও ত্রিমাত্রিক পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষিত বিবেচনায় প্রকল্প সমাপ্তির পর পরই বেকার যুবদের আত্ম কর্মসংস্থানের এ হার খুবই উৎসাহব্যঞ্জক। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শিক্ষিত যুবরা মানব সম্পদ উন্নয়নের আরো সুযোগ পেলে নিজেরাই আত্ম-কর্মসংস্থানের পথ বেছে নিতে পারবে বলে তারা মনে করছেন।
ডাবল ক্লিক এ্যনিমেশনের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৩০০ জন যুবক-মহিলাকে তথ্য প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দেয়। সেখান থেকে ১০০ জনকে বাছাই করে গ্রাফিক্স, অডিও-ভিডিও ধারণ ও সম্পাদনা, এ্যনিমেশন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, মাল্টিমিডিয়া সফটওয়্যার ডেভেলপমেন্ট, আউটসোর্সিং ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়। অনেক বেকার যুব বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি পেয়েছে। প্রকল্পটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শিক্ষিত বেকার যুবদের মধ্যে আর্থ-সামাজিক ও মানবসম্পদ উন্নয়নে তাৎপর্যপূর্ণ, কার্যকর ও গভীর প্রভাব ফেলেছে বলে জানান।
ইতিপূর্বে সেই আইসিটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সেই সময় এ্যনিমেটরদের কাজের মান দেখে তিনি ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, আইসিটি খাতে পার্বত্য চট্টগ্রাম আগের তুলনায় অনেক দূর এগিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম আইসিটিতে কতদূর এগিয়ে যাচ্ছে তারই প্রমাণ ডাবল ক্লিক এ্যনিমেশন প্রতিষ্ঠানের এ্যনিমেটরদের সৃজনশীল কর্মকান্ড দেখে বুঝা যায়। এ অবদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র আইসিটি উপদেশটা সজীব ওয়াজেদ জয়ের। তিনি আইসিটি নিয়ে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইসিটি প্রকল্পটি সফল বাস্তবায়ন করছে।
বোর্ড চেয়াররম্যান আরো জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভবিষ্যতেও আইসিটি ভিত্তিক দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে আত্মকর্মসংস্থান প্রকল্প নেয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আগামী অর্থবছরে এধরনের প্রকল্প নেয়ার বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যারা আইসিটি নিয়ে কাজ করছেন তারা আরো এগিয়ে যেতে পারবে এবং নিজের ভবিষ্যত গড়ে তুলতে পারবে। তিনি ‘ডাবল ক্লিক এ্যনিমেশন’ সাথে সংশ্লিষ্ট সকলকে উদাহরণ স্থাপনকারী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, ডাবল ক্লিক এ্যনিমেশন এর পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#