[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে ছেলের নির্মম আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক

১৩৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির রামগড়ে ছেলেকে বকাঝকা করে ঘর থেকে বের করে দেন মা রহিমা বেগম (৫৯)। মায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে হঠাৎ মাকে মাটিতে ফেলে এলোপাতালি আছাড় দিতে থাকে ছেলে মোঃ ইব্রাহিম (২৯)। এতে মা রহিমা বেগমের মাথায় প্রচন্ড আঘাত লাগে। ছেলে নির্মম আঘাতের এক পর্যায়ে মায়ের নাক, মুখ ও মাথা থেতলে গিয়ে অতিরিক্ত রক্ষ ক্ষরণে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। গতকাল শনিবার (১৯ ফেব্রয়ারি) রাতে রামগড় পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মা তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। পরে শনিবার রাত ১০টার দিকে পুনরায় তার মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হন! পরে মা রহিমা বেগম টয়লেট থেকে বের হলে হঠাৎ চুল ধরে মাটিতে ফেলে দেয় এবং মাটির সাথে আছড়াতে থাকেন! আছড়ানোর এক পর্যায়ে তার মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থালেই মা রহিমা বেগম’র মৃত্যু হয়! মায়ের মৃত্যুর পর ছেলে বেহুশ হওয়ার নাটক করে খাটের উপর শুয়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মায়ের লাশ উদ্ধার করে এবং ছেলে মোঃ ইব্রাহিমকে আটক করে রামগড় থানা পুলিশ।

মায়ের হত্যাকারী ভাইয়ের সর্বোচ্চ শাস্তি দাবী করে নিহতের মেঝ ছেলে সাইফুল ইসলাম জানান, তার বড় ভাই ইব্রাহিম প্রায় সময় তার মায়ের সাথে ঝগড়া করতো। এ সময় বাড়িতে মা ও বড় ভাই ছাড়া কেউ না থাকার সুবাধে মাকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে কপালে ও মুখে আঘাত করে হত্যা করে।

রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাকে আছাড় দিয়ে আঘাত করে মেরে ফেলার কথা স্বাীকার করেছেন ছেলে ইব্রাহিম। পরে আজ রবিবার (২০ ফেব্রয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।