স্বপ্ন প্রতিবন্ধী আশ্রমে মৈত্রী আলো ঐক্য পরিষদের শীতবস্ত্র ও আর্থিক সহযোগিতা প্রদান
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির কমলছড়ি গ্রামে বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধিদের নিয়ে গঠিত সংগঠন স্বপ্ন প্রতিবন্ধী আশ্রমে অবস্থানরত প্রতিবন্ধীদেরকে শীতবস্ত্র, শিক্ষা উপকরন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছে পার্বত্য চট্টগ্রামের মানবিক সংগঠন মৈত্রী আলো ঐক্য পরিষদ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুপর স্বপ্ন প্রতিবন্ধী আশ্রমের প্রাঙ্গণে মৈত্রী আলো ঐক্য পরিষদের উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানে কলেন চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্থানীয় কার্বারি পূর্ণ চন্দ্র চাকমা ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, মৈত্রী আলো ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা। এছাড়াও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, মৈত্রী আলো ঐক্য পরিষদের উপদেষ্টা কিরণ ব্রত চাকমা, মৈত্রী আলো ঐক্য পরিষদের সভাপতি রাজ্য মনি চাকমা, সাবেক সভাপতি সুমন্ত দেওয়ান, স্বপ্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কিশোর কুমার চাকমা, ইউপি সদস্য বিমল তালুকদার, সমাজ সেবক মিঃ অরিন্দম চাকমা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।
অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, মৈত্রী আলো ঐক্য পরিষদ সংগঠনটি একমাত্র মানবতার সেবাই নিয়োজিত বলে পার্বত্য চট্টগ্রামের দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় মৈত্রী আলো ঐক্য পরিষদ স্বপ্ন প্রতিবন্ধি আশ্রমের প্রতিবন্ধিদের সামান্য কিছু সহযোগিতা প্রদানের উদ্যেগ নিয়েছে। আগামিতে আরো বড় পরিসরে পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে পড়ে থাকা অসহায়দের নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানান। আলোচনা শেষে স্বপ্ন প্রতিবন্ধী আশ্রমের জন্য ৫০ হাজার টাকা, শীত বস্ত্র ও প্রতিবন্ধীদেরকে পড়া লেখার শিক্ষা উপকরন প্রতিবন্ধী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কিশোর কুমার চাকমার হাতে তুলে দেয়া হয়।