বরকলে কাপ্তাই নির্বাহী কর্মকর্তার সফরকে স্বাগত জানালেন নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
রাঙ্গামাটির বরকলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারত সীমান্তে ঠেগামুখ এলাকায় সফরকালে স্বাগত জানান বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরকল উপজেলায় সফরসঙ্গীদের সাথে নিয়ে এসে পৌঁছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এসময় সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর অধ্যক্ষ কমান্ডার এ.ম. নূরে আলম ছিদ্দিক, ভাইস প্রিন্সিপাল এ.ম. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব এর সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক মাহবুব হাসান, কাপ্তাই উপজেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমূখ।অতিথিবৃন্দের সফর উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।