[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের নতুন নেতৃত্বে: সভাপতি- সুশীল জীবন, সম্পাদক-স্নেহাশীষ

৯৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন ও কেন্দ্রীয় কমিটির ১৫তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সুশীল জীবন ত্রিপুরাকে সভাপতি, স্নেহাশীষ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং তাপস কুমার ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি’র নাম ঘোষণা করা হয়।

গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলা সদরস্থ মিলনপুর বাত্রিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এসময় ‘ভাষা, শিক্ষা, সংস্কৃতি’র ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

আয়োজিত সভায় বাত্রিকস’র কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দয়ানন্দ ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সুশীল জীবন ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ধৈর্যশীল ও নমনীয় হও। নিজে নিজে যোগ্য নই, আমরা সবাইকে নিয়ে যোগ্য হতে চাই। নতুন কমিটিতে যারা আসছেন, সকলে একসাথে দেশ, সমাজ ও জাতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে। পরে নবগঠিত কমিটিদের অভিনন্দন জানান তিনি। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার প্রাক্তন সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ ব্যাংক (চট্টগ্রাম অঞ্চল)’র উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, পার্বত্য জেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, রণজিত নারায়ন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ জসীম উদ্দীন প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেফালিকা ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য বাত্রিকস সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, বাত্রিকস’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, সহ-সভাপতি অপূর্ব ত্রিপুরা, যুগ্ন-সাধারণ সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক শাপলা দেবী ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক ও বাত্রিকস’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা, দপ্তর সম্পাদক প্রমোদ বিকাশ ত্রিপুরা, তথ্য ও প্রচার সম্পাদক কনক বরণ ত্রিপুরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুনেন্দু বিকাশ ত্রিপুরা, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি রাণী ত্রিপুরা, যুগ্ন মহিলা বিষয়ক সম্পাদক ঝর্ণা রানী ত্রিপুরা, হেডম্যান জয়া ত্রিপুরাসহ বিভিন্ন জেলা, উপজেলা ও আঞ্চলিক শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।