[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিতখুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতে সিদ্ধান্তে মাটিরাঙ্গায় ক্ষোভখাগড়াছড়ির রামগ‌ড়ে ভোট ফর ধা‌নের শীষ এর ক্যাম্পেইনমাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধনছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দীঘিনালা কলেজ ছাত্রদলের বিক্ষোভমাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
[/vc_column_text][/vc_column][/vc_row]

ভাসান্যদম ইউপির মূল সড়কের তিনটি ব্রীজ ঝুঁকি পূর্ণ

৫৯

॥ লংগদু উপজেলা প্রতিনিধি  ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকাতে প্রায় সড়ক পথ গুলো প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লংগদু উপজেলার ৫নং ভাসান্যদম ইউপির ৪নংওয়ার্ড ভাসান্যদম ইসলামী উচ্চবিদ্যালয় সংলগ্ন একটি, ৬নং বড় মাঠ সংলগ্ন একটি, এবং ৭নং রাঙ্গাপানি ছড়া এলাকার একটি ব্রীজ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

এ তিনটি ব্রীজ যে কোন সময় ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে, আর তিনটি থেকে একটিও যদি ভেঙ্গে পড়ে তাহলে চারপাশের জনগনের সাথে ইউনিয়ন সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। সবগুলো ব্রীজের একটির হাতল গুলো ঝড়ে পড়েছে,একটির মধ্যেখানের পিলার ভেঙ্গে পড়েছে,অন্যটির হাতল ও দু পাশের মাটি সরে ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে।

৫নং ভাসান্যদম ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী বলেন, এসব ব্রীজ গুলোর ব্যাপারে জেলা পরিষদ, এলজিইডি, উপজেলা এলজিইডিতে বিভিন্ন ভাবে আবেদন করা হয়েছে। ব্রীজগুলোর মেরামত বা নতুন তৈরীর বিষয়ে কোন সদুত্তর পাওয়া যায়নি। তিনি বলেন, এলাকা গুলো এমনিতেই দুর্গম পাহাড়ি এলাকা, এসব এলাকার মানুষ সর্বদা দুঃখ কষ্টের মাধ্যমে জীবনযাপন করছে। তার মধ্যে যদি মূল সড়ক গুলো মেরামত করা না হয় তাহলে এদুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দুঃখ, কষ্টের শেষ থাকবেনা। এমন কি ৪নং ওয়র্ডের ভাসান্যদম স্কুলের পাশের ব্রীজটি অতীদ্রুত কাজ না হলে যে কোন সময় স্কুলের ছোট ছোট ছাত্র/ছাত্রীরা দূর্ঘটনার শিকার হতে পারে।

চেয়ারম্যান আরো জানান, এ ব্রীজ গুলোর বয়স অনেক হয়েছে ৪নং ওয়ার্ডের ব্রীজটি ১৯৯৩, ৬নং ওয়ার্ডের ব্রীজটি ১৯৯৯, ও ৭নং ওয়ার্ডের ব্রীজটি ১৯৯৭ সনে এলজিইডির মাধ্যমে নির্মিত হয়েছিলো। যার ফলে এগুলো বর্তমানে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।স্থানীয় খাড়ছড়ি বাজারে হাটের দিনে অনেক গাড়ি চলাচল করে উক্ত ব্রীজ গুলো দিয়ে যা সকলের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
উক্ত এলাকার সাধারণ মানুষের দাবী বিশেষ করে স্কুল সংলগ্ন দুটি ব্রীজের কাজ যেনো পুনরায় মেরামত করে সম্পূর্ণ করা হয়, ছাত্র-ছাত্রীদের যাতায়তের স্বার্থে।

ই-পিসি/ আর